আমাদের কথা খুঁজে নিন

   

থার্টি ফার্স্ট কেন উদযাপন করবেন?

সবাইকে দ্রব্যমূল্যের উষ্ণ শুভেচ্ছা কিছুক্ষণ আগে আমি বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে কথা বলছিলাম। তার কাছে জানতে চাইলাম থার্টি ফাস্ট নাইট কেন উদযাপন করবো। জবাবে তিনি বলেন, যে দেশের স্লোগান হচ্ছে কাঁদো বাঙ্গালী কঁঅদো, যে দেশেরুম ও গুপ্ত হত্যার শিকার হয়ে কাঁদে, বাজের গিয়ে কাঁদে, বাড়ি ভাড়া না দিতে পেরে কাঁদে, বাচ্চার মুখে খাবার না দিতে পেরে কাঁদে, স্কুলের টিউশন ফি না দিতে পেরে কাঁদে। তাই এই দেশের মানুষের উচিত যখনই কোন উৎসব মুখর দিন পাবে তখনই সেটা উদযাপন করা। যাতে আমরা অন্তত: একটি দিন বলতে পারি হাসে বাঙ্গালী হাসো! একই বিষয়ে বিশিষ্ট চলচিচ্চত্রকার আহমেদ জামান চৌধুরী আমাকে বলেন, থার্টি ফার্স্টের নামে পশ্চিমা কালচার ও ভারতীয় সওদাগরদের পন্য বিকানোর সংস্কৃতির এখনই লাগাম টেনে ধরতে হবে। অর্থাৎ এই উৎসব বন্ধ করতে হবে। আপনি কী বলেন। আপনার ছবিসহ মন্তব্য করুন। বাছাইকৃত মন্তব্য ছাপা হবে দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিকে ধন্যবাদ সবাইকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।