আমাদের কথা খুঁজে নিন

   

থার্টি ফার্স্ট নাইট !!!

থার্টি ফার্স্ট নাইট। বছর ঘুরে আবারও কানের পাশে সুড়সুড়ি দিচ্ছে। বলছে, দ্রুত কাজ শেষ করে চলে এসো টিএসসিতে। কিন্তু যাওয়া কি হবে? বিশ্ববিদ্যালয় জীবনের সাতটি বছরেই কোন না কোনভাবে টিএসসির কোলাহলে একাত্ম ছিলাম। সাথে থাকতো অনেক বন্ধু।

রাতে ক্যাম্পাসের আশেপাশে বাসা ছিল এমন কয়েকজন বান্ধবীও থাকতো কখনও কখনও। সময় কাটতো আনন্দ আর উচ্ছাসে। ছিল না অশ্লীলতা বা নগ্নতা। কিন্তু পাল্টে যায় নগরের থার্টি ফার্স্ট নাইট উদযাপন আর নতুন বছরকে বরণের চিত্র। এমনি এক থার্টি ফার্স্ট নাইটে ক্যাম্পাসে বহিরাগত এক তরুণীর উপর হামলার ঘটনা ঘটলো।

এরপর আর জমেনি ক্যাম্পাসের থার্টি ফার্স্ট নাইট। সন্ধ্যার পর থেকেই চারপাশে বসে পুলিশের কড়া প্রহরা। পরিচয় পত্র ছাড়া কেউ ঢুকতে পারতো না ক্যাম্পাসে। যা আজ আরও জোরদার হয়েছে। বন্ধুরাও আজ বড় ব্যস্ত।

জীবনের প্রয়োজনে তারা ছড়িয়ে পড়েছে বিশ্বময়। তাই প্রাণ পাইনা আর টিএসসির থার্টি ফার্স্ট নাইটে। কিন্তু সে উদযাপন ছড়িয়ে গেল ক্যাম্পাসের বাইরে। যুক্ত হলো অশ্লীলতা আর নগ্নতা। অভিজাত এলাকায় গোপন বার আর ক্লাবগুলোতে রাতভর চলবে উদ্দাম উচ্ছাস।

ভেসে যাবে অজানার পথে, যা কারও কাম্য নয়। আজও থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা কার্যকর করতে মাঠে নেমেছে পুলিশ ও র‌্যাব। বিকেল থেকে রাজধানীর বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলোতে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ধ্যার আগেই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ মোতায়েন শুরু হয়েছে। সন্ধ্যা ৬টার আগেই আমরা ওই এলাকায় যান চলাচলের ওপর নিয়ন্ত্রন আরোপ করেছি।

আর ৭টার পর থেকে হাইকোর্ট ও নীলক্ষেত ছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের সব পথ বন্ধ করে দেওয়া হবে। ওই সব এলাকায় যান চলাচলও বন্ধ করে দেওয়া হবে। রাজধানীর স্পর্শকাতর হিসেবে চিহ্নিত রমনা ও গুলশান জোনে সন্ধ্যা ৬টার আগেই থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে। জানিনা, আমার এ কথাগুলো কিভাবে নেবে ব্লগাররা। যাই মনে করুক, বছরের শেষ দিনে, শেষ লেখায়- কথাগুলো না লিখে পারলাম না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।