আহমাদ ইউসুফ জানিনা কোন লগ্ন আজ দ্বাদশী না ক্রয়োদশী এ কোন প শুক না কৃষ্ণ কোন তিথী আজ সবই অজ্ঞাত নবীন সমাজ অশীতিপর বৃদ্ধ দু একজন মূখুর্য্যে কিংবা ব্রাক্ষ্মন এরাই জানে আগলে রাখে বাংলা সন। আর আমরা কোট-টাই পরে মেকি ভদ্র সেজে দিব্যি কাটাই দিন ইংরেজি হিসাব মতে কেউ জানে না, এ যুগের ছেলে আজ কত তারিখ বাংলা কোন মাসে। জানেনা, প্রয়োজন ও পড়ে না আমাবশ্যা কিংবা পূর্ণিমা তাইতো তরুন প্রান উচ্ছল হয়েছে আজ উদ্দাম, থার্টি ফাস্ট নাইটের উৎসবে চমকিত দেশ, সাগর সৈকতে হাজারো ভীর, জটলা ভীষন সব প্রিয় মানুষে পার্কের বেঞ্চিতে, ভার্সিটি ক্যাম্পাসে মুখরিত উৎসব আজ এই থার্টি ফাস্ট নাইটের আমেজে। আহমেদ ইউসুফ ঢাকা, ২৮ ডিসে ২০১২ ইং।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।