আমাদের কথা খুঁজে নিন

   

থার্টি ফাস্ট নাইট

ফিরে যাচ্ছি জোছনার স্বাদ পরখ করতে

আর মাত্র কয়েকদিন পরই আসছে নতুন বছর। মানে আরো একটি বছরের সমাপ্তি হতে যাচ্ছে। বছর সমাপ্তি এবং নতুন বছর মানেই তো থার্টি ফাস্ট নাইট। আর থার্টি ফাস্ট নাইট মানেই তো থার্টি ফাস্ট নাইট পার্টি। তবে এইরাতের পার্টিগুলো কিন্তু সবার জন্য উপযোগী না।

যারা যারা এই রাতে বিশেষ এই পার্টিগুলোতে যোগ দিতে যাচ্ছেন তাদের জন্য কিছু টিপসঃ-

১। নতুন বছর শুরু হওয়ার পর রাত সাড়ে ১২টা থেকে একটু পরপর এভাবে গণণা করতে পারেন চুরাশি, পচাশি, ছিয়াশি, সাতাশি, আটাশি, ......... তারপর!!! তারপর কত? আপনার যদি মনে হয় ঊনআশি তার মানে আপনার অবস্থা খুব একটা সুবিধার না। একটু সরে বসুন।

২। কারও সাথে দেখা হলে হেপ্পি নিউ ইয়ার বলার বদলে যদি ঈদ মোবারক, শুভ জন্মদিন বা হেপ্পি ক্রিসমাস বলা শুরু করেন তাহলে আপনার এখন একটু কথা না বলাই ভালো।



৩। রাত দেড়টার দিকে নিজের বাপের নাম মনে করার চেষ্টা করতে পারেন। যদি মনে করতে ব্যর্থ হন আপনার ওই এলাকায় এখনো থাকা উচিত কিনা ভেবে দেখুন।

৪। মোবাইলে কল আসলো আপনি ধরলেন, ওইপার থেকে যখন জিজ্ঞেস করলো আপনি এখন কোথায় কিন্তু তা আপনি কিছুতেই মনে করতে পারছেন
না পাশের অন্য কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে!!! পার্টি শেষ হবার আগেই ওখান থেকে বেড়িয়ে পরা উচিত আপনার।



৫। রাত দুইটার পর নিজের নাম মনে করতে চেষ্টা করুন। এতেও যদি ব্যর্থ হোন দয়া করে কাউকে বলুন আপনাকে নিরাপদ জায়গায় পৌছে দিতে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।