আমাদের কথা খুঁজে নিন

   

আয়েশার প্রতি

আমি আমি ঘুমন্ত এক শহরে একমাত্র জাগ্রত বালক শুধু তোমার ২/৩ শব্দের এক উত্তরের অপেক্ষায় বসে আছি আমি ঘুমন্ত এক শহরে একমাত্র জাগ্রত বালক আয়েশার উত্তরের প্রতিক্ষায় আছি হয়ত উত্তরে থাকবে অবহেলা করুনা, বিরক্তি, ঘৃ্না ক্ষতি কি? তবুওত তোমার কাছ থেকে উত্তর পেয়েছি!!! তোমার চারপাশ ঘিরে আছে কতশত প্রতিভাবান ক্ষমতাবান ঘড়ির কাঁটায় মেপে চলা হিসাবি জীবন তোমার। এত কম্র ব্যস্ততার মাঝেও আমার জন্য সময় বের করে ২/৩ অক্ষরের বিরক্তি ছুরে মারলে এটাই কম কিসে! আমি জানি আয়েশার সাথে আমার বন্ধুত্ব হতে পারে না কারন আমি সাধারন আয়েশা অসাধারন আমারও অসাধারন হওয়ার ক্ষমতা নেই, তুমিও সাধারনের স্রোতে নিজেকে মেশাতে পারবে না......... ####সামুতে আমার প্রথম পোস্ট, কবিতা দিয়ে যাত্রা শুরু.................. কেমন লাগল জানাবেন সবাই.....................।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।