আমাদের কথা খুঁজে নিন

   

আয়েশার বায়না (ছড়া মামনি আয়েশার জন্য)

সবার মত আমার খুব ছড়া লিখতে ইচ্ছে করলো। চরিত্রের নাম আয়েশা। সুবচনের আয়েশা না। আমার মেয়ে আয়েশা মূন্জারিন। আজকে একটু ফান লিখা লিখা যাক।





আয়েশার বায়না
কখন শেষ হয়না
ভাবখানা এমন যেন
বেশী সে চায়না।



আয়েশার বায়না
যা খুশী চায়না
বলে মাম্মী এনে দাও
চা পানি জূস গাছ।
(পপসকে ও বলে গাছ। জানিনা কোথা থেকে অদ্ভুত ওয়ার্ড শিখল)
বলে সবসময়
শেষবার আননা
আর কিছু চাবনা।



বলে মাম্মী পার্কে
চল যাব এখন
ফিরে আসব কখন
তখন আবার বায়না
বার্গার দাওনা।





(কখনো সে দার্শনিক)কেন তেলাপোকাদের কোনো বাসা নাই। ওরা কেন মানুষের বাসায় থাকে।

রেষ্টুরেন্টে বসে
এদিক ওদিক তাকাতে
পিজার খোজে
দৃষ্টি ঘোরাতে থাকে
এদিকে সেদিকে
আবার বায়না
চাই তার পিজাটা।



পিজার পরের বায়না
ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাইটা।
এক বাইট দুই বাইট
আধা বাইট ও খায়না



অতিশয় শুকনা
নাই একেবারে চেকনা
তারপর ও চলে তার
অবিরাম বায়না।





নাচ্ছে নিজের মুদ্রায়।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।