আমাদের কথা খুঁজে নিন

   

নিঃসঙ্গ ড্রাফট কিনবা নিখিল ড্রাফট


লেপের তলায় থেকে শীতের রাত কাটাতে ইচ্ছে মরে গেছে বহু আগে বেঁচে থাকার ইচ্ছেরা ও পার হয়েছে অজানা গন্তব্যে একাকী বেঁচে থেকে লাভ নেই বলে এক সময় থেমে যায় বটবৃক্ষের বাড়ন্ত জীবন আমি ও সেই পথে এগিয়ে যাই- একা ছিলাম একাই আছি বলে একবার চুমু খেতে চেয়েছি মৃত্যুর মুখে । আমার চুমুর ভেতর জমেছিল ছত্রাকের বাসা সেখানে ছিল একরাশ গন্ধকের ছানা খরা পড়েছিল অজানার মন্তব্যে তারপর আমি যন্ত্রণা সহ্য করতে না পেরে ঝাপ দেই মৃত্যুর কোলে। । শেষ ড্রাফটঃ নিখিল শুধুই নিখিল মৃত্যু মানুষের নিঃশেষ গন্তব্য। মানুষ ভেবে ভেবে নিঃশেষ হয়ে গেছে মৃত্যুর পর কি আছে।

কেউ কারো থেকে কম ছিলনা কোনকালেই। কিন্তু অবশেষে কি আছে কেউ কোনদিন বলে যেতে পারেনি। কারন মরনের পর কেউ ফিরে আসেনি- কেউ বলতে আসেনি কি ছিল মৃত্যুর মাঝে?কি ছিল মরে যাবার যন্ত্রণা- কি ছিল মৃত্যুর পরের অবস্থা.... জানি মৃত্যুই মানুষের শেষ গন্তব্য। একদিন আমি ও তাই মরে যাব- মিশে যাব এই পৃথিবীর মাঝে। মিশে যাব নিখিল সমুদ্রে।

তাই আমার লেখা গুলো যে গুলো আমি অন্তরালে ছড়িয়ে দিয়েছি তোমাদের জন্য- এগুলোকে ভুলে যেও আমার সাথে। খুব খুশি হব আমাকে একদম চূর্ণ করে সাগরে ফেলে দিলে। ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।