আমাদের কথা খুঁজে নিন

   

নিঃসঙ্গ সুখ



নিঃসঙ্গ সুখ খুঁজতে আজ, বারে বারে থমকে যায় মনতাজ। আনন্দ উত্তেজনায় চারদিক বিহ্বল, দিকদিগন্ত শুধু লাগছে উচ্ছৃংখল। শৃঙ্খলতা ভাঙতে তাই বিদগ্ধ প্রাণ, কিছুক্ষণ ধরে গাইবে বিচিত্র গান। শেষের নিয়মে তাই সকলি ফুরাবে, বিদ্বেষ মন্বন্তর থমকে দাঁড়াবে। প্রিয় পৃথিবী কতটা ভালবাসতে জানে, করবে আলিঙ্গন খুঁজতে জীবনের মানে। কোলাহলে শুধু জ্বালিবে আলোক তিথি, ভাববে মন মাধবী, বাঁধবে সুখের গীতি। যাতনার চূর্ণ সুখের পাশাপাশি, সকলে মিলে করবে হাসিখুশি। জগতের নিয়মে যেমন পৃথিবী চলবে, তখনি রচিত প্রাণের কথা অনেকেই বুঝবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।