যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। দুঃখের সংবর্তে কাঁদে মোর মন।
আমি খুঁজি সেই দুঃখের মুক্তি,
খুঁজে পাই প্রিয়তমা ।
নাই সেই প্রিয়তমা আমার।
তবু,সে দুঃখ ছাড়ে না মোরে।
সংগোপনে সে দুঃখের সংহারের ভারে
আমি কত প্রার্থনা করি,কত মোনাজাত করি, কত প্রভূ স্বরণে ক্রন্দন করি,
তবু, সে দুঃখ ছাড়েনা মোরে।
আমি খুঁজি সেই দুঃখের মুক্তি,
খুঁজে পাই প্রিয়তমা ।
যে দিকে যাই,যত দুরে যাই
মোর সম্মুখে দেখি সকাতরে সেই দুঃখ,
দেখি প্রিয়তমা।
আমি খুঁজি সেই দুঃখের মুক্তি,
খুঁজে পাই প্রিয়তমা ।
সেই দুঃখ এই নিঃসঙ্গীর সনে বলে,
মোর হৃদয় সংচূর্ণিত করে মৃত্যু অবধি
আছে মোর সনে।
তখন আকুল মিনতির সাথে বলি সে দুঃখকে আমি
পরজনমেও রেখ অমন আপনটি করে আমাকে
তুমার হৃদয়ে,শুধু তুমার প্রাণেশ্বর করে।
তখন প্রিয়তমা বলে মোরে
নই শুধু আমি তুমার,সবারই যে আমি।
হায়,অবশেষে দুঃখও হইল না মোর আপন।
নিঃসঙ্গ হলাম আমি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।