আমাদের কথা খুঁজে নিন

   

নিঃসঙ্গ নরক

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। সিপার বিয়ের আমন্ত্রনটা মুন্নি এক সপ্তাহ আগেই পেয়েছেন।

আর সে খবর টা মুন্নি তার প্রবাসী শ্বামী ফারুককে এক সপ্তাহ আগেই জানিয়েছেন। কিন্তু ফারুক যতবার মুন্নিকে ফোন করেছেন ততবারই বিয়েতে যায়তে মুন্নিকে বারন করেছেন। আর মুন্নি তার একমাত্র বান্দবীর বিয়েতে যাবেই সাফ সাফ সে ফারুককে জানিয়ে দিয়াছেন। আজ সিপার বিয়ে,ফারুক ভাবছে সত্যি সত্যিই কি মুন্নি সিপার বিয়েতে অংশ নিলেন। ফারুক নিশ্চিত হলেন ফোন করে মুন্নি সিপার বিয়েতে অংশ নিয়াছেন।

মুন্নি বিয়াবাড়ী আছেন জেনে ফারুকের মনটা মুহুর্তেই দগ্ধ হল। ফারুক ভাবছেন,অত মানুষের ভিড়ে নিশ্চয় একজন খারাপ মানুষ রয়েছেন। তাছারা সিপার ভাই রায়হান তু নাম্বার ওয়ান ভখাটে ছেলে। পাড়ার মেয়েদের সারাক্ষনই সে ওতপাত করছে। রায়হান দেখে সিপাকে মুন্নি বিয়ের সাজ সাজাচ্ছেন।

আজ মুন্নিকে রায়হান দেখছে অন্য ভাবে। আজ সে দেখছেনা মুন্নিকে বন্ধুর স্ত্রী হিসাবে,সিপার বান্ধবী হিসাবে। আজ মুন্নির যৌবন ভরা সৌন্দর্য তার জীবনীশক্তি ও পারিপার্শ্বিক সৌন্দর্যই তাকে প্রলুব্ধ করছে। রায়হান মুন্নির উপড় গমণ করতে ফন্দি বাহির করে। মুন্নিকে দুরে কোথাও ডেকে নেয় রায়হান।

মুন্নিকে রায়হান বলে তুমার রুপ যৌবন আমাকে আকৃষ্ট করেছে। তুমি আমাকে যাইভাব আমি তুমার যৌবন সুধা পান করতে চাই। মুন্নি প্রথমে ক্ষুব্ধ হইলেও ভেতরে ভেতরে তারও ইচ্ছা করছিল। মুন্নি বলল,যদি কেউ দেখে ফেলে কিংবা তুমার নিকট থেকে কেউ যদি জেনেফেলে তাহলেতু আমার আত্বহত্যা ছাড়া কোন উপায় থাকবেনা। রায়হান বলে তুমি একটু দাড়াও আমি আসছি।

রায়হান কোরআন হাতে করে এসে বলে,আমি কোরআনের উপড় হাত রেখে বলছি তুমার আমার গোপন সম্পর্ক কেউ জানবেনা। ওরা মিলিত হতে থাকে আদম খেলায়। ওদিকে ফারুক রাতে স্বপ্নে দেখে মুন্নি ঝড়ে আক্রান্ত হয়েছেন। মুন্নি সে ঝড়ের মুখে খুব কাঁন্না করছেন । যেন তার সে কাঁন্নায় সাতআসমান ভেঙ্গে মাটিতে পড়বে।

স্বপ্নটি দেখার পর ফারুকের মনে,প্রাণে যেন হাবিয়া দোযখ এসে বাসা বাধে। আবার,ফারুক কয়কেদিন পরে স্বপ্নে দেখে মুন্নি কোন এক নির্জনে বাচ্চা প্রসব করছে। ফারুক ঐরুপ দুঃখ স্বপ্ন প্রতিদিনই ঘুম ঘরে দেখেন। দুঃখের স্বপ্ন থেকে মুক্তির জন্য ফারুক স্হির করলেন দেশে চলে আসবেন। ফারুক দেশে এসে দেখে মুন্নির আচরণে পরিবর্তন।

ফারুক বুঝতে পাড়লেন মুন্নি আর তার নাই। মুন্নিকে আত্বহত্যা করা মহাপাপ বলে ফারুক নিঃসঙ্গের নরকে চলে যান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।