Dream Today,Create Tomorrow........
চলে এসেছি অনেকটা দূর
উত্তপ রৌদ্দুর, বৃষ্টির অঝোর ধারায় সিক্ত হয়ে
বন বানানী ফেলে ঠিক রেল লাইনের মতো সমান্তরালভাবে
পাশাপাশি কতটা পথ দিয়ে দিলাম পারি তোমায় পাশে রেখে
শত ঝড় ঝাপটায় তোমার পাশে থেকে
তবুও এক হয়ে মিশতে পারিনি আজও...........
দূর আকাশপানে তাকালেই যেমন মনে হয়
নীলের মাঝে মিশে গেছে সব সাদা শুভ্রগুলো
আসলেই কি তাই....?
যোজন যোজন দূরত্ব যে তাদের মাঝে
অথচ দূর থেকে আমার তাদের কতো আপন-ই ভাবি
যেমনটি তোমায় আর আমায় ভাবে সবাই।
সমুদ্রের সম্মুখপাণে দাঁড়িয়ে দেখি নীল দিগন্ত
একাকার হয়ে মিশে গেছে তার ভালোবাসায়
আমিও তোমার মাঝে তাই চেয়েছিলাম
কিন্তু পারিনি আজো, তুমি যে অধরাই রয়ে গেলে
আমার জানা ছিল না, সবাই কি আর চাইলেই সব পায়!!
কতো কাছে তবুও আপন করে কিংবা উচ্চস্বরে পৃথিবীকে চমকে দিয়ে
বলতে পারিনা তুমি আমার, শুধুই আমার।
আমি একা, সেই নিঃসঙ্গ একাই রয়ে গেলাম
কত মমতায় নিজের ঘরে লালন করে কাক যেমন কোকিলকে পুষে
আমিও পুষে ছিলাম। কোকিল হয়ে সবার মন জয় করলে ঠিকই
আর আমি সেই নোংরা কাক-ই রয়ে গেলাম
আজো একাই ঘুরে বেড়াই তোমাদের সুখ ছাদের রেলিং কিংবা
ভালোবাসার আশায় তোমাদের ডাষ্টবিনের পাশে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।