আমাদের কথা খুঁজে নিন

   

আল্লামা শফি সাহেন বলেন- "মহিলার দিকে দেইখলে, (বিরতি, হাতের মুঠি বুকে ঠুকতে ঠুকতে...) বুকের মধ্যে লালা বাইর হয়।"

হেফাজতের নারীদের নিয়ে কি ভাবনা , সমাজে তাদের কি ভূমিকা হওয়া উচিৎ সেইটা নিয়ে বক্তব্য তাদের নেতা শফীর মুখ থেকেই শুনন এরপর সিদ্ধান্ত নিন তাঁর স্বপ্নের ভবিষৎতে আপনি বসবাস করতে রাজী কিনা ? ............................................................................. ১- আপনি স্বামীর ঘরে থেকে আসবাবপত্র হেফাজত করবেন। বাইরে কেন যাবেন? ২- আপনার কাজ ঘরে থাকিয়া ছেলেসন্তানের দেখাশোনা করা। ৩- মার্কেটিং করতে যাবেন না। স্বামী আর ছেলেকে মার্কেটিং করতে পাঠান। ৪- আপনার মেয়েকে কেন দেন, গার্মেন্টসে চাকরি করতে? ৫- আপনার বিবি ইস্কুলে চাকুরি করে, ডাক্তারি শিকছে, গার্মেন্টসে চাকুরি করে।

আগের দিনে পুরুষ চাকুরি করত, শরাফতের সাথে পরিবার পরিজন নিয়ে খাইত। আজকে সবাই মিলে রোজগার করে। বরকত নাই, বরকত নাই, বরকত নাই। বরকত কি করিয়া হবে? ফজরে সাতটা-আটটা বাজে গার্মেন্টসে যায় আপনার মেয়ে, রাতের আটটা দশটা বারোটায়ও ফিরে না। কোন পুরুষের লগে ঘুরাফিরা করতেসে তুমি ত জান না।

কতো জনের মধ্যে মুত্তালা হচ্ছে আপনার মেয়ে, আপনি ত জানেন না। জেনা কইরা কইরা টাকা রোজগার করে, কি বরকত হবে? ৬- আপনার বিবি ইস্কুল কলেজ ভার্সিটি পর্যন্ত লেখাপড়া করছে। আরে, কেলাস ফোর-ফাইভ পর্যন্ত লেখাপড়া করান। বিবাহ দিলে স্বামীর টাকাপয়সার হিসাব নিকাশ কইরতে পারে মত। অতটুকু দরকার।

৭- মহিলা তেতুলের মত তেতুলের মত তেতুলের মত। ছোট্ট একটা ছেলে তেতুল খাইতেসে আপনি দেখতেসেন। আপনার মুখ দিয়া লালা বাইর হবে। সত্য না মিথ্যা বলেন ত? মার্কেটে যেদিকে তেতুউল বিক্রি করে, সেদিকে যদি আপনি যান, আপনার মুখ থেকে লালা বাইর হয়। সত্য না মিথ্যা বলেন ত? সত্য না মিথ্যা? মহিলা তার থিকাও বেশি খারাব।

(বিরতি) মহিলার দিকে দেইখলে, (বিরতি, হাতের মুঠি বুকে ঠুকতে ঠুকতে...) বুকের মধ্যে লালা বাইর হয়। ৮- যতই বুজুর্গ হোক না কেন, এই মহিলাকে দেখলে, মহিলার সাথে হেনশেক করলে, আপনার দিলের মধ্যে, কু-খেয়াল আইসা যাবে, খারাপ খেয়াল। ৯- কেউ যদি বলে, বুড়া মানুষ, হুজুর, মহিলাকে দেখলে আমার বুকের ভিতর খারাব হয় না, কু-খেয়াল আসে না, তাহলে আমি বইলব ভাই, হে বুড়া, তোমার ধ্বজভঙ্গ বিমার আছে, তোমার ফুরুষত্ব নষ্ট হইয়া গেছে। ... ১০- ইস্কুলে কলেজত উলঙ্গ উলঙ্গ পড়ি পড়ি, এডল্যা প্রত্যকদিন মাইয়াফুয়া মরদফুয়া আঁরাত্তে আইয়েদ্দে (আমাদের এখানে আসছে), হুজুর ছেলে হয় না একটা তাবিজ দাও... ছেলে কেন হচ্ছে না? ছেলে হবার জিনিস বীর্য, কারণ তোরা মাইয়া-পোলা ইস্কুল কলেজে পড়ার সময় সব বীর্য নষ্ট করেছিস...... উপরের কথাগুলোর সত্যতা যাচাই করতে নিচের লিঙ্কে শফি সাহেবের বয়ান শুনুন। http://www.youtube.com/watch?v=R-cd6P-u4WY ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.