নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই আহারে শস্য ফুল সোনালী বাহার একদিন অন্ধকারে সানকিতে পড়েছিল রাতের আহার * কত কি যে ভাবনায় সাদা-কাল-নীল বেঁচে থাকে চুনা সাদা দেয়ালে কয়লায় আলপনা আঁকে মাঝ রাতে জেগে দেখি আলস্যে স্বাতী তারা জ্বলে বাতাসের দূত হয়ে ঝিঁ ঝিঁ পোকা কত কথা বলে ভাল লাগে ব্যস্ততা রোদজ্বলা ছুটির দুপুর সুপারী তালের সারি, কাল জল গ্রামের পুকুর স্নান সেরে কৃষানীর শ্যামল কাজল দুই চোখ পথে যেতে মই কাঁধে কিশোরের বাড়ি ফেরা সুখ ভাল লাগে মেঠো পথে প্যাডেলে দ্রুত ছুটে যাওয়া শরতের ঘুড়ি হয়ে মেঘে মেঘে সাদা রঙ ছোঁয়া সারি সারি ধান ক্ষেত জলেতে ফড়িং উড়ে চলে অন্দরে কুল বধূ ঢেঁকি কোটে কত কথা বলে ঝুম ঝুম বর্ষনে হাওয়া এসে মন করে সিক্ত পেয়ে যাই যেটা চাই কখনো বা তার অতিরিক্ত * পাতালে নিমজ্জিত ভেলা অথবা সমুদ্রের তল, তোমাকে পেয়ে যাই কন্যা নদীমুখ হৃদয়ে প্রবল জক্ষের ধনের মত আঁকড়ে রেখে বহু যুগ সবুজ বুকের অনন্ত গভীরে ধ্যান জ্ঞানে প্রজ্ঞায় অলাবু বেড়েছে উঠে চিকন সোনালী শিকড়ে --- ড্রাফট ১.০ /২ য়টি: স্কুলে থাকতে এমন গ্রাম নিয়ে লেখে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।