আমি কবি নই তোমাদের একজন, আমি কবি নই প্রেমিক তোমাদের...
কেবল জরায়ুতে বিষঃ জলে খলখল
ক্ষীণ হাসি কম্পনে, মার্জিত বুকে-
এখনও দাঁতের স্বাদ ধোয়া হয়নি
ধোয়া হয়নি রাতের কামড়,
বমি বমি ভাব, ভাত নাই একবেলা-
ঘরে অদৈহিক ফাঁস।
তয় জোয়ার আইবো ক্যান বুকে
ক্যান আইবো টান্ টান্ ভার-
সোয়ামীর রক্ত কেঁদে ওটে ওঁয়া ওঁয়া
ফজরের আজানে ক্ষীণ হয়ে যায়।
এই কালে আমাগো এই দ্যাশে
ক্যান আইলি পোলা
দ্যাহ না লাঙ্গল জোয়াল পইড়া আছে
মাকড়সার জালে।
মুলা ট্যাংড়ার বেনুনের সাথে
লাল মরিচ জিব্বায় লালা আনবো।
হায় রৌদ্রহীণ শোকে
শীতের বাতাস তাই কাঁপে
চাউলের কথা কইলে পোলার বাপে কয়
কচুগাছ দ্যাহ না মাগী-
আমার আড় দুইহান খা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।