গতকাল রাত সাড়ে ৮টার দিকে গোপীবাগ বাজারের কাছে হাটছিলাম । কাছাকাছিই একটি টহল পুলিশের গাড়ি থেমে আছে । তিন জনের মতন পুলিশ একটি দোকানের সামনে দাড়িয়ে কি যেন বলছে । সেইখানে দুই তিনজন মুরুব্বি দাড়িয়ে ছিল । নিজের কৌতহোলকে সামলে রাখতে না পেরে ভাবলাম দেখি কি হয়েছে । কাছা কাছি যেতেই এক পুলিশ বলে উঠল ''অই তোরা কি দেহছ ? কেউ দাড়াবি না এইখানে , দাড়াইলে গুলি কইরা দিমু "
কথাগুলো শুনে খুব খারাপ লাগলো । বলা যায় একপ্রকার ভয় পেয়েই চলে আসলাম । ভাবলাম দেশের পুলিশ নাকি মানুষের বন্ধু সেই পুলিশের শব্দ উচ্চারন আর কথার ভঙ্গি দেখে আমি পুরাই বেকুব হয়ে গেলাম ।
বিজয় দিবসের আগের দিন দেশের আইনসংস্থার এই আচরণ দেখে মনে হচ্ছে আসলেই কি আমরা স্বাধীন ? নাকি স্বাধীন নামক সাইনবোর্ড লাগিয়ে দেশের শাসক গোষ্টির কাছে আমরা জিম্মি ?
যাই হোক আশায় থাকলাম সোনালী স্বাধীনতার , সোনালী বিজয় দিবসের ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।