Student : B.Sc in EEE ইরাকের নিরাপত্তা বিভাগের এক বিশ্বস্ত সূত্র, ইরান ও শিয়াদেরকে সুন্নি ব্যক্তিত্ব হত্যার মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে ইরাকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে সৌদি আবরে কু উদ্দেশ্যের তথ্য প্রকাশ করেছে।ইরাকের নিরাপত্তা বিভাগের এক বিশ্বস্ত সূত্র ঘোষণা করেছে যে, সৌদি আরব সন্ত্রাসীদের সহযোগিতায় নতুনভাবে সন্ত্রাসী অভিযান পরিচালনার করে ইরাকের সুন্নি ব্যাক্তিত্বদেরকে –যাদের মাঝে রয়েছেন ধর্মীয় ও ইলমি ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এবং গোত্রপতিগণ- হত্যা এবং ইচ্ছাকৃতভাবে ঘটনাস্থলে ক্লু ছেড়ে যাওয়ার মাধ্যমে ইরান ও শিয়াদেরকে ঐ ঘটনার সাথে জড়িত থাকার মিথ্যা অভিযোগে অভিযুক্ত করার নীল নকশা এঁকেছে। সৌদি আরবের ও সন্ত্রাসীদের মাঝে মধস্থতাকারী ব্যক্তি জর্ডান হতে ইরাকে প্রবেশের পর ইরাকের নিরাপত্তা বাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়। তার প্রদত্ত স্বীকারোক্তি হতে প্রমাণিত হয় যে, ইরান ও শিয়াদের বিরুদ্ধে জনমনে ঘৃনা সৃষ্টি ও সাম্প্রদায়িক দাঙ্গার আগুন প্রজ্বলিত করার কুউদ্দেশ্যে সুন্নি ব্যক্তিত্বদেরকে হত্যার পরিকল্পনা করেছিল সৌদি আরব। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সৌদি আরবের ষড়যন্ত্র ও স্বৈরাচারী সরকারের প্রতি সৌদি আরবের সমর্থনের ফলে ইরাক, মিশর, সিরিয়া ও বাহরাইনের জনগণের মনে এদেশের ব্যাপারে ব্যাপক ঘৃনার জন্ম নিয়েছে। সৌদি আরব, জনগণের চিন্তাকে তাদের উপর হতে অন্যদিকে সরিয়ে নেয়ার উদ্দেশ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির এ কৌশলের আশ্রয় নিয়েছে। তথ্যসূত্রঃ আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।