আমাদের কথা খুঁজে নিন

   

ইলেক্ট্রনিক্স ভালবাসা

আমি জন্মগত ভাবেই একজন উৎকৃষ্ট পাঠক । তবে একাকীত্ব কাটানোর জন্য মাঝে মাঝে নিকৃষ্ট মানের লেখাও লিখি । তুমি আমার জিনার ডায়োড়, আমি হলাম রেক্টিফায়ার ! তোমায় ছাড়া চলে না আমার- অটোমেটিক ব্যাটারী চার্জার ! SCR এর মতই জটিল তোমার আমার ভালবাসা ! একবার হয়েছে শুরু, শেষ হবে না মৃত্যু ছাড়া । পৃথিবীর রহস্য বোঝাও এতটা কঠিন নয়, যতটা কঠিন তোমার V-I কার্ভ বোঝা ! কোথায় তোমার ব্রেক ডাউন ভোল্টেজ- এটা জানা নয়তো সোজা ! যতই আমি তোমার কাছে আসতে চাই, কমাতে চাই আমাদের ডিপ্লেশন গ্যাপ- বারবার রিভার্স বায়াস করে তুমি, বাড়িয়ে দাও আমার ক্ষেপ !! এক্শ্যান তোমার ট্রানজিস্টরের মত ! আমার হৃদয়ের সিগন্যাল বিবর্ধন কর । ছড়িয়ে দাও সেটি সবখানে- শুধু পৌঁছায় না তা তোমার কানে ! স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করে, আজ তুমি ৩৩ কেভি লাইন ! তোমাকে ভালবাসার অপরাধে, রোজ দিতে হচ্ছে ফাইন ! জটিল তোমার মনের ম্যাপ, ঠিক যেন মাইক্রো প্রসেসর ! আমার ভালবাসার আকুতিখানি এবার একটু প্রসেস কর ! কম্বিনেশন ক্লিপারে মত তুমি, আমার হার্টবিট কাট করো । তোমার দুইটি পায়ে পড়ি, প্লিজ এবার অফ করো । জানি, তোমাকে পাবো- এ এক মিথ্যে আশা । কিন্তু আশা রাখতে দোষ কি ? আশা তো কারো বাপের না ! ফার্স্ট সেমিস্টারে পড়ার সময় লিখেছিলাম । জুলাই ২০১০ এ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.