নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই
"ধুমপানে বিষপান" কথাটি এখন বহুল প্রচলিত। পৃথিবীর প্রায় সকল দেশেই ধুমপান নিষিদ্ধ (মনে হয় )। ধুমপায়ীর মুখের গন্ধ অনেকের কাছেই বিরক্তিকর। আবার ধুমপান নিয়েই রয়েছে অনেক ঝামেলা। সিগারেটটি টাটকা হতে হবে, আগুন জ্বালাতে হবে, ধোয়ার সৃষ্টি হবে.. ইত্যাদি।
আবার রাতে ঘুমের মধ্যে সিগারেট খেতে গিয়ে মশারী/তোষকে আগুন লাগিয়ে ফেলেন অনেকেই। তো এতো সমস্যা নিয়ে তো আর চলতে পারে না। আর সমস্যা যেখানে সমাধান সেখানে। সমাধান কি? সমাধান হলো "ইলেক্ট্রনিক্স সিগারেট"।
সিগারেটের মতোই দেখতে একটি পাইপে ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে নিকোটিনকে বাস্পে পরিনত করে ধুমপায়ীকে ধুমপানের পূর্ন তৃপ্তি দিতেই ই-সিগারেটের আগমন।
আর এই কাজে সহায়তা দিচ্ছে মটরোলার ইলেকট্রনিক্স ডিভাইস।
বিস্তারিত কার্যক্রম ছবিটিতে দেখুন:
এর কার্যক্রম যেহেতু সিগারেটের মতোই, তাই ইহা পানেও দেহের ক্ষতি হইয়া থাকে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।