আমাদের কথা খুঁজে নিন

   

সিনেমা পিপলস এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

''যার সৃষ্টির স্থায়ীত্ব যত বেশী সে তত বড় মাপের কিংবদন্তী'' গত ৫ই জুলাই ফার্মগেটের ম্যাজিক ইমেজে অনুষ্টিত হলো বাংলাদেশের প্রথম এবং সর্ববৃহৎ তরুন ফিল্মমেকারদের নেটওয়ার্ক সিনেমা পিপলস (সিপি) এর তৃতীয় বর্ষপূর্তি। দুপুর ৩টায় শুরু হওয়া এ অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাত ৯টায় শেষ হয়। এ অনুষ্ঠানের দুটি সেকশনে সিনেমা পিপলস মেম্বারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয় প্রথম সেকশনে দেখানো হয় সিপি মেম্বারদের বানানো পপুলার কিছু স্বল্পদৈর্ঘ্য। এ সেকশনে উল্লেখযোগ্য শর্টফিল্মগুলো হলো গওশে শাহরীয়ারের অ্যানিমেটেড শর্টফিল্ম ‘অ্যান আইডিয়া’, আহসিফ খান এর ‘জলেরও জলছবি’, হাসনাত রিপন এর ‘রেড লাভ’, নাভান ভ্যান জামানের ‘সময়চক্র’ এবং মুহাম্মাদ আলতামিশ নাবিল ও ভিকি জাহেদের ‘মিষ্টার এক্স’ । অনুষ্ঠানের দ্বিতীয় সেকশনে প্রিমিয়ার হয় ছয়টি স্বল্পদৈর্ঘ্য।

এগুলোর মধ্যে প্রখ্যাত নির্মাতা শাহজাহান শামীম এর ‘বেয়াদব’, হাসান তুষারের বিনোদনধর্মী ‘ভুনা খিচুড়ী’ অন্যতম। অনুষ্ঠানের আয়োজকরা জানান এবারের নানা প্রতিকুলতার পরও সফল অনুষ্ঠান সম্পন্ন করতে পেরে তারা সন্তুষ্ট। সামনেরবার এরচেয়ে আরো বড় পরিসরে তারা অনুষ্ঠানটি আয়োজন করতে চান। উল্লেখ্য ২০১০ সালের জুলাই মাসে সিনেমা পিপলস এর প্রতিষ্ঠাতা প্রবাসী নির্মাতা মাহদী হাসানের হাত ধরে তাদের যাত্রা শুরু হয়। এ সংগঠনের নির্মাতাদের বানানো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ডকুমেন্টারী দেশে-বিদেশের বিভিন্ন ফ্যাষ্টিভালে প্রদর্শিত হয়েছে।

এখানকার সদস্যরা প্রত্যেককে নিজের তাত্ত্বিক জ্ঞান, প্রযুক্তিমূলক সহায়তা কিংবা উৎসাহ প্রদানের মাধ্যমে শর্টফিল্ম নির্মানে সাহায্য করে থাকে। নতুন কেউ এ সংগঠনে যুক্ত হতে চাইলে প্রথমেই তাদের সিপির ফেসবুক গ্রুপের সহস্য হতে হবে। গ্রুপটির লিঙ্ক : সিনেমা পিপলস ফেসবুক গ্রুপ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.