আমাদের কথা খুঁজে নিন

   

ইরানের আদালতে সিআইএ গুপ্তচরের বিচার শুরু

ইরানের রাজধানী তেহরানের বিপ্লবী আদালতে সম্প্রতি আটক মার্কিন গুপ্তচর আমির মিরযাই হেকমাতির বিচার শুরু হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র গুপ্তচর হেকমাতি সম্প্রতি গুপ্তচরবৃত্তির কাজে ইরানে প্রবেশ করার পর গ্রেফতার হয়েছেন। আজ (মঙ্গলবার) হেকমাতি আদালতে স্বীকার করেছেন, সিআইএ তাকে ইরানের গোয়েন্দা ব্যবস্থায় প্রবেশ করে তথ্য সংগ্রহের দায়িত্ব দিয়ে তেহরানে পাঠিয়েছিল। আমির হেকমাতি আদালতকে বলেছেন, ‘সিআইএ'র প্ররোচনায় তিনি ধোঁকা খেয়েছেন এবং এখন নিজের ভুল তিনি বুঝতে পারছেন। ' হেকমাতি আদালতকে আরো বলেন, "সিআইএ'র পক্ষে কাজ করার জন্য ইরানের প্রবেশ করলেও ইসলামি শাসনব্যবস্থার ক্ষতি করার কোন ইচ্ছে আমার ছিল না।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার পরিকল্পনাও আমি বাদ দিয়েছিলাম"। তার এ স্বীকারোক্তির আগে রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়েছে, হেকমাতি ইরানের গোয়েন্দা নেটওয়ার্কে অনুপ্রবেশ করে তথ্য সংগ্রহের চেষ্টা করছিল এবং পরে আরো তদন্তে দেখা গেছে, ইরানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেয়ার কাজে অভিযুক্ত করার লক্ষ্যে কাগজপত্র তৈরি করা ছিল তার প্রধান দায়িত্ব। অভিযোগে আরো বলা হয়, ২০০৯ সালে সিআইএ তাকে নিয়োগ দেয় এবং এরপর থেকে ইরানে গোয়েন্দাবৃত্তির জন্য তাকে ব্যাপক প্রশিক্ষণ দেয়া হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় গত ১৭ ডিসেম্বর ঘোষণা করে, তারা ইরানি বংশোদ্ভুত একজন মার্কিন গুপ্তচরকে আটক করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে তিনি আফগানিস্তানের বাগরামে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে গিয়ে ইরান সম্পর্কিত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য গ্রহণ করেন।

এরপর তাকে তেহরানে পাঠানো হয়। # Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.