আমাদের কথা খুঁজে নিন

   

সময় যখন পেরিয়ে যায়.....

যে ব্যথা দেয়,তারও তো ব্যথা থাকতে পারে-মাটির ময়না এই গল্পটা আমার এক বন্ধুকে নিয়ে। সেই ক্লাস ওয়ান থেকে একসাথে পড়তাম আমরা। এখন একসাথে না পড়লেও আমাদের বন্ধুত্ত্বে ভাটা পড়েনি একটুও। স্কুলে একইসাথে পড়ার সুবাদে পড়ালেখার ব্যাপারে আমাদের মধ্যে সবসময়ই একটা প্রতিযোগিতা চলত। কোন বছর দেখা যেত আমি ফার্স্ট হয়েছি আবার পরের বছর সে ফার্স্ট হয়েছে।

আমাদের দুই পরিবারের মধ্য সম্পর্কও খুব ভালো ছিল। একটা ঘটনা এখনও পরিস্কার চোখের সামনে ভেসে ওঠে। তখন সম্ভবত ক্লাস ফাইভে পড়ি। বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিচ্ছিল সেদিন। দেখা গেল ও সেকেন্ড হয়েছে।

এমনিতে রেজাল্ট শুনে বেচারার মন খারাপ হয়ে গিয়েছে , তার উপর রেজাল্ট শোনার সাথে সাথে আন্টি উপস্থিত সবার সামনে ওকে চড় মেরে বসলেন। খুব খারাপ লেগেছিল সেদিন ওর জন্য। দুজনই ক্লাস ফাইভ ও এইটে বৃত্তি পেয়েছিলাম। ক্লাস সিক্সে স্কুল পরিবর্তন করার কারনে একসাথে আর পড়া হয়নি। তবুও যোগাযোগ ছিল পাশাপাশি বাসা হওয়ার সুবাদে।

এসএসসি পরীক্ষা পর্যন্ত এভাবেই চলছিল। কলেজে ভর্তির পর হঠাৎ করে ও কেমন যেন হয়ে গেল। সিগারেট খেত। আম্মু একবার সিগারেট খাওয়া অবস্থায় রাস্তায় ওকে দেখে ফেলে। আমি যেহেতু ওর খুব ভালো বন্ধু ছিলাম , ওর আম্মু আমাকে প্রায়ই বলত ওকে বুঝিয়ে বলতে।

অনেক বোঝানোর চেস্টা করেছি। আমাকে বলত সিগারেট ছেড়ে দেবে কিন্তু সঙ্গ খারাপ হয়ে যাওয়ার কারনে ছাড়তে পারেনি। সেটাই একসময় কাল হয়ে দাড়ালো। এইচএসসি তে রেজাল্ট খারাপ করলো , ভালো কোথাও চান্স পেল না। শেষে ঢাকার একটা কলেজে ভর্তি হল।

কিছুদিন আগে যখন ওর সাথে কথা হয় , আমাকে বললো আমি আগে যখন তাকে সিগারেট আর খারাপ সঙ্গ ছাড়ার কথা বলতাম ওর নাকি খুব রাগ হত এগুলো শুনে। কারন তার বন্ধুরা তাকে এসব কাজে উৎসাহ দিত সর্বদা। তখন ওগুলোই ভালো মনে হত। আজ কিন্তু তারা কেউ নেই। সে আজ হয়ত নিজের ভুল বুঝতে পেরেছে।

খারাপ সঙ্গ ছেড়েছে। কিন্তু যেটা ফিরে পাবার সেটা তো আর ফিরে আসবেনা। সময় থাকতে বুঝতে পারলে হয়ত আজ অনেক ভালো যায়গাতে যেতে পারত। এসব কথা বেশি মনে পড়ে যখন চোখের সামনে পরিচিত ছোটভাইদের সিগারেট টানতে দেখি। সবচেয়ে খারাপ লাগে যখন দেখি সিনিয়র ভাইয়ারাই জুনিয়রদের সিগারেট ধরিয়ে দিচ্ছে।

কারো ভালো করতে না পারুক এভাবে ক্ষতি করা কোন যুক্তিতে উচিৎ ভেবে পাইনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.