এত দিন দেখেও ভাল কিছুই পেলাম না। সামহোয়্যারে প্রতিদিন অনেক টেকি লেখা আসে। কিন্তু কম্পিউটার অন অফ করার পদ্ধতি নিয়ে কখনো টেকি লেখা দেখা যায় না। যা দেখা যায় তা হল কেবল ফাজলামো। তাই ব্যাঙ্কক থেকে শিখে আসা কিছু সিরিয়াস পদ্ধতি আজ দিলাম।
প্রথমেই অন করার পদ্ধতি দেখুন।
১) ধরে নেওয়া হয়েছে যে আপনি সব কানেকশান ঠিকমতো লাগিয়েছেন। না পারলে পরের পোস্টের অপেক্ষা করুন।
২) এবার বোর্ড এর সুইচ অন করুন।
৩) UPS এর সুইচ অন করুন।
এই অন করার দুই রকম পদ্ধতি আছে। কিছু সুইচ টিপে দিলেই চলে। কিছু আবার টিপে কয়েক সেকেন্ড ধরে রাখা লাগে।
৪) এর পরে CPU এর স্টার্ট বাটন টিপুন। আপনার মেশিনের মডেল অনুসারে এটি বিভিন্ন জায়গায় থাকতে পারে।
খুঁজে না পেলে সব বোতাম টিপে টিপে দেখুন।
৫) এবার যদি মেশিন অন হয়ে যায় তবে চোখ বুজে ভগবান/গড/আল্লা/বুদ্ধ/জিহোভা/ ইত্যাদি থেকে শুরু করে মারাংবূরূ যে দেবতায় বিশ্বাস করেন তার নাম জপতে থাকুন। যেন এরর মেসেজ না আসে। নাস্তিকেরা যেহেতু অন্যের কথা বিশ্বাস করেন না তাই নিজের বুদ্ধিমতো দেবতা বা মানুষ কিম্বা অন্য কিছুর নাম জপ করে পরীক্ষা করে নেবেন যে আপনার মেশিনের জন্য কোনটি স্যুট করে। (এটি কেবল উইন্ডোজ এর জন্য।
)
এবারে আসি অফ করার পদ্ধতিতে।
১) যাদের কিবোর্ডে অফ কি আছে তারা প্রেস করতে পারেন। তবে সবার এইটি থাকে না।
২) কিবোর্ড থেকে Alt ধরে F4 টিপতে পারেন।
৩) এক্সপি হলে Win কী টিপে তার পর দুবার U টিপুন।
৪) CPU থেকে যেটি টিপে অন করেছিলেন সেইটি টিপেও অফ করা যায়।
*************
বিশেষ সতর্কতাঃ- উইন্ডোজ় হলে মেশিন অফ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কারণ বন্ধ করলেই বন্ধ হবে এমন গ্যারান্টী দেওয়া যায় না। আপনাকে মাউস দিয়ে End Program করতে হতে পারে।
*************
৫) এছাড়া লিনাক্স হলে সোজাসুজি সুইচ অফ করে দিলেও চলতে পারে।
(আমার নিজের চলে। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।