আমাদের কথা খুঁজে নিন

   

এবার কম্পিউটার ব্যবহারকারির চোখের লেন্সেই কম্পিউটার !

সুপ্রিয় , পাঠক বন্ধুরা টিটিতে এটি আমার ২য় টিউন । আশাকরি আজ আপনাদের খুব ভাল একটি টিউন উপহার দিতে পারব । আমার এই উপহারের ফলে আপনারা চশামার সাহায্যে ছাড়াই চোখের লেন্সেই কম্পিউটারে ওয়েব ব্রাউজিং, সামাজিক যোগাযোগ ও ভিডিও দেখা সম্ভব হবে । এর ফলে এটা ব্যবহার কারির চোখ সুরক্ষা তাকবে।
চোখের লেন্সেই কম্পিউটার
চোখে বিশেষ একধরনের ইলেকট্টনিক কন্টাক্ট লেন্স ব্যবহার করে ডিসপ্লে ছাড়াই গুগলের প্রযুক্তি – চশমার সাহায্যে ওয়েব ব্রাউজং; সামাজিক যোগাযোগ ও ভিডিও দেখা সম্ভব হবে ।

সম্প্রতি এ ধরনের ইলেকট্টনিক কন্টাক্ট লেন্স উদ্ভাবনে দাবি করেছে দক্ষিন কোরিয়ার গবেষকরা । তারা জানিয়েছেন,গুগলের প্রযুক্তি-চশমার বিকল্প হতে পারেন ন্যানো-ওয়্যার ও গ্রাফিনি দিয়ে বানানো বিশেষ এই কন্টাক্ট লেন্স । প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এবং ন্যানো লেটারস সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় , দক্ষিন কোরিয়ার কয়েকটি বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠান ও নিমাতাপ্রতিষ্ঠান স্যামসাংয়ের গবেষকরা এই কন্টাক্টা লেন্স ডিসপ্লে বানানোর কাজ করছেন । বিশেষ ধরনের কন্টাক্ট লেন্স উদ্ভাবনে নমনীয় এলইডি প্রযুক্তির সঙ্গে গ্রাফিনি ও ন্যানো- ওয়্যার সংযুক্ত করা হয়েছে । ইতোমধ্যে খরগোশের চোখে সফল পরীক্ষা চালানো হয়েছে বলেও জানান গবেষকরা ।

এবার চোখের সুরক্ষার নানা কাজে এর অ্যাপ্লিকেশন ব্যবহর করতে চান তারা । wp-image-238917" />

সোর্স: http://www.techtunes.com.bd/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.