আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটার পরিচর্যার আবশ্যকতা।আপনারা যারা কম্পিউটার চালান তারা পোস্ট টি দেখুন ।

নব ছন্দে , মুক্ত জাগরণে ভুখা চির মনস্কামনে আর নয় কবিতা চুরি শুরু হোক সৃষ্টি নতুন উদ্দীপনায় সমাজ উত্তরনের । প্রথমে সবাইকে সালাম জানাই । ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । আপনারা যারা কম্পিউটার চালান তারা পোস্ট টি দেখুন । কম্পিউটার পরিচর্যার আবশ্যকতাঃ- সব কিছুর পরিচর্যা করা দরকার।

তেমনি কম্পিউটার যন্ত্রের পরিচর্যাও গুরুত্বপূর্ণ। পরিচর্যার আভাবে কম্পিউটার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। ফলে আমদের আর্থিক ক্ষতি সাধিত হয়। শুধু তাই নয় কম্পিউটারের সংরক্ষিত মূল্যবান ডাটা নষ্ট হয়ে যায়। তাই আমদের কম্পিউটার এর পরিচর্যা করা দরকার।

কম্পিউটারের ক্ষতি হওয়ার কারন সমুহঃ যে সব কারনে কম্পিউটারের ক্ষতি হয় সেগুলো হলঃ- ১। সঠিক ভাবে বিদ্যুৎ প্রবাহ না পাওয়া ২। বিদ্যুৎ এর ভোল্টেজ উঠা-নামা করা ৩। অধিক তাপমাত্রা ৪। অধিক শৈত্য প্রবাহ ৫।

অধিক আদ্রতা ৬। ধোয়া ৭। ধুলাবালি ৮। পানি বা অন্যকোন তরল পরদার্থ ৯। ভাইরাস আক্রমন ১০।

প্রাকৃতিক/ব্যবহারজনিত ক্ষয় ১১। চৌম্বক ক্ষেত্র সৃস্টি ১২। ক্রুটিপূর্ণ সফটওয়্যার ব্যবহার কম্পিউটার এর জন্য সাধারন উষ্ণতাঃ কম্পিউটার এর জন্য সাধারন উষ্ণতা হলো ৪০ ডিগ্রী সেন্টিগ্রেড। এর কম বেশি হওয়া উচিৎ নয়। এই উষ্ণতায় কম্পিউটার বেশি দিন কার্যক্ষম থাকে।

আমাকে ফেসবুকে পেতে Facebook ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.