অনেক দিন ধরেই ভাবছিলাম কিভাবে প্রথম আলো থেকে প্রবন্ধ কম্পিউটারে সংরক্ষণ করা যায়। সর্বশেষ techtunes এর মাধ্যমে মেহেদী আকরাম ভাইয়ের “অনলাইনেই ইউনিকোডে বাংলা লিখুন এবং রূপান্তর করুন” টিউনটি পড়ে তা শিখলাম। আর তা ছিল মূলত কম্পিউটার বিষয়ক লেখাগুলো কম্পিউটারে সংরক্ষণ করা।
যাই হোক, গত কয়েক দিন কোন কাজ না থাকায় গত এক বছরে প্রত্রিকায় প্রকাশিত কম্পিউটার বিষয়ক লেখাগুলো দিয়ে একটা ব্লগ (http://computerbd.blogspot.com ) বানালাম। যাতে সকলেই মাত্র এক ক্লিকে দীর্ঘ দিন ধরে প্রকাশিত কম্পিউটার বিষয়ক (প্রয়োজনীয়) লেখাগুলো পড়ে ফেলতে পাড়েন।
এখানে মূলত দৈনিক প্রথম আলো, নয়াদিগন্ত, ইত্তেফাক, যুগান্তর ইত্যাদি প্রত্রিকা থেকে লেখাগুলো সংগ্রহ করা হয়েছে
বি: দ্র: আমি ঠিক জানি না লেখাগুলো প্রকাশের ক্ষেত্রে কপিরাইট আছে কিনা। তবে আজকাল প্রত্রিকায় প্রকাশিত লেখা নিয়ে বাণিজ্যিকভাবে সাইট গড়ে উঠেছে।
তাই সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যদি লেখাগুলো প্রকাশের জন্য কোন আইনগত সমস্যা থাকে তাহলে জানাবেন, আমি সকলের প্রদর্শনের permission বন্ধ করে দিব। যাতে কেবল শুধু আমিই ব্যবহার করতে পারি। আর যদি কোন সমস্যা না হয় জানাবেন।
তাহলে দৈনিক না পারি অত্যন্ত্ দুই তিন দিন পর পর আপডেট করে দিব।
সাইটটি ভিজিট করার জন্য :: http://computerbd.blogspot.com
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।