আমাদের কথা খুঁজে নিন

   

গোলাম আজমকে নিয়ে প্রচারিত টিভি নিউজের ভিডিও ক্লিপস - পর্ব ১

পাখি এক্সপ্রেস যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সবচেয়ে বেশি অনুসন্ধানী লেখালেখি হয়েছে বাংলা ব্লগে। বিভিন্ন সময়ে সংবাদপত্রেও বেশকিছু লেখালেখি হয়েছে। তবে পিছিয়ে ছিলো টেলিভিশন চ্যানেলগুলো। ইদানিং ওরাও গতানুগতিক নিউজ প্রচার থেকে বেরিয়ে আসছে। আজ এটিএন নিউজ এর প্রচারিত "সেই রাজাকার" সিরিজের ৫টি প্রতিবেদন শেয়ার করছি।

পরবর্তী (আজ প্রচারিত) প্রতিবেদনগুলোও আরেক পর্বে শেয়ার করার আশা করছি। (১) অথবা এখানে ক্লিক করুন এ প্রতিবেদনে মূলত মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে গোলাম আজমের বিভিন্ন বিবৃতি তুলে ধরা হয়েছে। বলা বাহুল্য, এ তথ্যগুলো এ ব্লগে বিভিন্ন সময়ে ব্লগাররা তাদের লেখায় তুলে ধরেছিলেন। (২) অথবা এখানে ক্লিক করুন ১৯৭১ সালে দৈনিক সংগ্রামে গোলাম আজমকে নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ বিশ্লেষন করে এ প্রতিবেদন। (৩) অথবা এখানে ক্লিক করুন গোলাম আজমের জন্মস্থানে তার অবস্থান নিয়ে এ প্রতিবেদনে।

নিজ এলাকায় গোলাম আজম একটি মসজিদ এবং মাদ্রাসা বানিয়ে সেটাকে ঢাল হিসেবে ব্যবহার করলেও মুক্তিযুদ্ধের পর কখনই স্বাচ্ছন্দ্যে গ্রামে যেতে পারেননি তিনি। প্রতিবেদনে মাদ্রাসা ছাত্রদের একটি মজার দৃশ্য আছে। আর আছে তার বর্বতার কাহিনী। (৪) অথবা এখানে ক্লিক করুন ইসলামের দৃষ্টিতে গোলাম আজমের বিচার নিয়ে এ প্রতিবেদন। যেখানে কয়েকজন ইসলাম সংশ্লিষ্ট মানুষ বলছেন, কেন তার বিচার করতে হবে এবং কেনইবা তা অবশ্যকরণীয়।

(৫) অথবা এখানে ক্লিক করুন রাজাকার, আল বদর, আশ সামস এর শীর্ষ সংগঠক হিসেবে গোলাম আজমের ভূমিকা নিয়ে প্রতিবেদনটিতে উঠে এসেছে কিছু তথ্য প্রমাণ। যা গোলাম আজম অস্বীকার করেন প্রতিনিয়ত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.