পদ্মা সেতু বাংলাদেশের মানুষের কাছে স্বপ্নের একটি সেতু। সবাই চায় এ সেতু হোক।তাতে দেশের যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক বিপ্লব ঘটবে। কিন্তু এই সেতু শুরু হয় সাবেক যোগাযোগমন্ত্রীর সাতকাহন। সেতু নিয়ে পুকুর চুরির মতো দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাঙ্ক ঘুরে দাড়িয়েছে। সরকারের কাছে কৈফিয়ত তলব করেছে। এর জবাবে কদিন পর একদিকে মন্ত্রীকে সরানো হলো অন্যদিকে প্রধানমন্ত্রী বল্লেন পদ্মা সেতুর কাজ শুরুই হয় নি তাতে দুর্নীতি হলো কি করে বিশ্বব্যাঙ্ককে তার জবাব দিতে হবে। এর মাত্র ক'দিন নতুন যোগাযোগমন্ত্রী বল্লেন -সেতুর কাজ শুরু হয়েছে- আনুষ্ঠানিক উদ্বোধন বাকী। আর প্রশ্ন হচ্ছে তাহলে কোনটি সত্য! প্রধানমন্ত্রীর কথা নাকি নতুন যোগাযোগমন্ত্রীর কথা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।