বাংলাদেশের প্রথম ROBORACE হয়ে গেল CUET এ ।প্রযুক্তির বিষ্ময়কর ব্যবহার দেখলাম।প্রতিযোগিতার ফলাফল 1st-IUT Cyberbox 2nd-CUET Beduen 3rd-BUET Sparcle গতকাল সন্ধ্যা ৬ টায় আনত্মর্জাতিক সন্মেলন উপলক্ষে আয়োজিত রোবট দৌড় প্রতিযোগিতার কোয়াটার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়৷ আজ রাত সাড়ে ৮ টায় অনুষ্ঠিতব্য ফাইনাল খেলায় মুখোমুখি হয় চুয়েটের বেদুঈন ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর ছাইবর্গস নামক দল ৷ চ্যাম্পিয়ন হয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর ছাইবর্গস। প্রসঙ্গত, তিন দিনব্যাপী আনত্মর্জাতিক সন্মেলনের শেষ দিন কাল শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যনত্ম বিভিন্ন বিষয়ের উপর গবেষনাপত্র উপস্থাপন করা হবে এবং বিকাল সাড়ে ৫ টায় চট্টগ্রামের নগরীর আগ্রাবাদস্থ হোটেল অ্যামব্রেশিয়ায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে৷ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ ৷ উল্লেখ্য, তিন দিনব্যাপী অনুষ্ঠানের অনলাইন মিডিয়া পার্টনার ছিল চুয়েটনিউজ২৪.কম(http://www.cuetnews24.com)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।