কত কিছুই তো লিখলাম !!
বছর শেষ হতে চলেছে ; তাই আসেন একটু হাসিখুশি থাকি
এক অফিসে নতুন লোক নেয়া হচ্ছে।
একই কারণে একটি ছেলে চাকরি পেলনা ;
কিন্তু একটি মেয়ে চাকরি পেল,
কারণ-----
দুজনেরই শার্টের ওপরের বোতাম খোলা ছিল
এক মেয়ে ড্যান্সার নাইটক্লাবে সব পুরুষদের সামনে এসে নাচছে , আর পুরুষরা হাততালি দিচ্ছে।
যখন সব খেলে ফেললো তখন কোন তালি বাজলোনা,
কেন??
কারণ এক হাতে কখনো তালি বাজে না
অবিবাহিতরা ভাবে বিবাহিতরা সুখী,
আর বিবাহিতরা ভাবে অবিবাহিতরা সুখী ,
কিন্তু পার্থক্য একটাই, বিবাহিতরা ভাবে দিনের বেলায়, আর অবিবাহিতরা রাতে
এক লোক ১০০/- দামের আন্ডারওয়্যার কিনল।
দোকানদার জিজ্ঞাসা করলো, ভাই এটা কি প্যাকেট করে দেব?? - আরে না , এটা তো গার্লফ্রেন্ডের জন্য গিফট নয়, বরং এটাই গার্লফ্রেন্ডের জন্যে আমার গিফটের প্যাকেট
এক লোক রাতে পশুপাখির ডাক্তারকে ফোন করলো,
ডাক্তারবাবু, আমার বিড়ালটা পাশের বাড়ির বিড়ালটার সাথে আপত্তিকর অবস্থায় বসে আছে, ওদেরকে ছাড়াতে পারছিনা, প্লিজ এসে একটু হেল্প করুন!
ডাক্তারবাবু এসে বললেন, আপনার বিড়ালটার কানে মোবাইলের রিংটোনটা বাজিয়ে শোনান।
-এটা করলেই কি বিড়ালটা এই অবস্থা থেকে সরে যাবে ??
- কেন যাবেনা ?? এই যে আমিও একইভাবে বাড়ি থেকে আপনার কল পেয়ে চলে আসলাম !!!
এক লোক বাড়ি ফিরে স্ত্রীকে বলল , এই, একটু এদিক আসনা, একটু
স্ত্রী বলল, ছি, বাড়ীতে ছোট ছেলেমেয়েদের সামনে এভাবে কেউ বলে??
এখন থেকে অন্যভাবে বলবে, "আসো আমরা বাসনগুলো ধুয়ে ফেলি", তাহলে আর কেউ বুঝবে না।
পরের দিন লোকটি আবার তার স্ত্রীকে বলল, আসো আমরা বাসনগুলো ধুয়ে ফেলি।
স্ত্রী বলল, এখন বাচ্চাদের খাওয়াচ্ছি, এখন সময় নেই।
কিছুক্ষণ পরে আবার একই উত্তর, এখন হবেনা, ঘর গুছাচ্ছি। শেষে ভদ্রলোক বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়লেন।
----------------------------------------------------------
গভীর রাতে স্ত্রী ডাকলেন, ওগো, চল আমরা বাসনগুলো ধুয়ে ফেলি।
ভদ্রলোক রাগত স্বরে বললেন,বাসন কম ছিল, তাই ওগুলো আমি নিজেই ধুয়ে ফেলেছি।
কর্পোরেট অফিসের এক ম্যানেজার গেছেন বাথরুমে, কিছুক্ষণ পর দেয়ালে একটি লেখা তার চোখে পড়ল-
"এই প্রেশারটা যদি অফিসের কাজে দিতেন তবে সব কাজই সময়ের মধ্যে শেষ করতে পারতেন"
এক দোকানদার সেন্ট বিক্রি করছে,
" আসেন আসেন সেন্ট নিয়া যান, ১০০ টাকা, ৫০০ টাকা , হাজার টাকা দামের সেন্ট কিনেন, আসেন ভাই আসেন"
এক ক্রেতা এসে বলল, ভাই আপনার সেন্ট সব কই?
-"এই তো সামনে আসেন, সব রাখা আছে"
-"আচ্ছা আপনার কাছে কি কম দামের সেন্ট নাই? মানে ৫-১০-২০ টাকা দামের ?"
- "তাইলে আপনে আমার পেছনে আসেন, দিতেছি"
[ সংগৃহীত ] ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।