আমাদের কথা খুঁজে নিন

   

আবদুর রাজ্জাক আর নেই

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক আর নেই। লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। হাসপাতালে গত তিন দিন ধরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো আবদুর রাজ্জাককে। চিকিৎসকরা এরই মধ্যে তাকে মৃত বলে ঘোষণা করলেও বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়নি। হাসপাতাল থেকে পরিবারের একজন সদস্য জানিয়েছেন, আবদুর রাজ্জাকের স্ত্রী ফরিদা রাজ্জাক চিকিৎসকদের অনুরোধ করেছেন একজন মৌলভী ডেকে তওবা পড়ানোর পড়েই লাইফ সাপোর্ট খুলে দেওয়ার জন্য। ফরিদা রাজ্জাক তার স্বামীর বিদেহী আত্মার শান্তি কামনা করে সকলের প্রতি দোয়া চেয়েছেন। তার ব্যক্তিগত সহকারী আবদুল কাদের রতন হাসপাতালেই রয়েছেন। তিনি তার নিজের পরিবারকে আবদুর রাজ্জাকের মৃত্যুর খবর জানিয়েছেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.