আমাদের কথা খুঁজে নিন

   

আবদুর রহমান বয়াতীর শারীরিক অবস্থার অবনতি

দীর্ঘদিন হাসপাতালে থাকার পর গেলো ঈদের আগেই মাতুয়াইলের বাসায় ফিরেছেন প্রখ্যাত লোকসংগীত শিল্পী আবদুর রহমান বয়াতী। কিন্তু হাসপাতাল থেকে ফেরার পর তার শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। বরং অবনতি হয়েছে। রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল থেকে গেলো ঈদের সপ্তাহখানেক আগেই বয়াতীকে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন তার পরিবার। বর্তমানে আগের মতোই অনেকটা নিথর অবস্থাতেই রয়েছেন তিনি।

হাসপাতালে থাকাকালীন বেশ ক’টি সফল নিউরোজিক্যাল সার্জারি সম্পন্ন হলেও পরবর্তীতে দু’ দু’বার স্ট্রোকের ফলেই শরীরের বাম দিকে কোন শক্তি পাচ্ছেন না তিনি। পাশাপাশি বর্তমানে শ্বাসকষ্টও অনুভব করছেন। হাসপাতালে থাকাকালীন সময়ে সিটিসেল, চ্যানেল আই, শিল্পীদের যৌথ উদ্যেগে বয়াতীর চিকিৎসার্থে যে এক লাখ টাকা প্রদান করা হয়েছিল তাও ইতিমধ্যে শেষ হয়ে গিয়ে বেশ দুর্বিষহ জীবনযাপন করছেন বলেও জানিয়েছেন বয়াতীর মেঝ ছেলে আলম। তিনি মানবজমিনকে বলেন, বাবা ক্রমশ আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন বলেই মনে হচ্ছে। তাছাড়া বর্তমানে আবারও অর্থকষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা।

বাবাকে ঠিকভাবে ভালমন্দ খাওয়াতেও পারছি না। তাছাড়া তিনি এখনও সারদিনই নিথর হয়ে পড়ে থাকেন। এখন আল্লাহ যদি আসলে রহমত না করেন তবে বাবাকে নিয়ে আরও দুর্বিষহ দিনই বোধহয় আমাদের কাটাতে হবে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.