আমার এক জুনিয়রের ''Breakout'' দেখতে দেখতে জেলে যাবার আর পালাবার বহুত শখ লাগছে।
তার ভাষ্যমতে-'Jail escape নিয়ে ''Breakout'' প্রতিটা পর্ব দেখে ফেলসি প্রায়। । প্রতিটা পর্বে কয়েদিদের মাঝে কোথায় যেন নিজেকে খুজে পাচ্ছিলাম। ।
কয়েদিদের প্লেনিং, প্লটিং, এসকেইপ রুট তৈরি, একজন আরেকজনকে কভার করা, পুলিশদেরকে কভার করা কোথায় যেন নিজেকে খুজে পাচ্ছিলাম। ।
তারপর হঠাৎ মনে পরলো, অইসসালা। ক্যান্টনমেন্ট পাবলিকে তো প্রায় সময় তো এইগুলা করতাম কলেজ পালানোর সময়। ।
ব্যাগ গুছানো, স্যারদের দিকে নজর রাখার, গার্ডদেড় দিকে নজর রাখা, কোনদিকে পালাবো সেটা ঠিক করা, দেওয়াল টপকিয়ে নাকি পাহাড়ের উপর দিয়ে। ।
আসলেই তো কয়েদিদের মতো ছিলাম, ,
মিস ইট নাউ '
গতকাল তার মধ্যরাতে আমাকে নক করে বলল-'আপু ভালো কিছু এস্ক্যাপ টাইপের মুভ্যি দেও'।
তার কান্দাকাটিময় আর্জি মোতাবেক আর্কাইভ ঘেটে আর জালক বাবার সাহায্য নিয়ে বের করলাম সেরা কিছু এস্ক্যাপ মুভ্যি। মিলিয়ে নিন আপনার পছন্দের সাথে।
১.The Shawshank Redemption (1994 )
স্টারিং- টিম রবিন্স, মরগ্যান ফ্রিম্যান
আইএমডিবি রেটিংঃ৯.৩/১০
রোটেন টম্যাটো রেটিংঃ ৮০%
অনেক মুভ্যিপ্রেমিদের পছন্দের তালিকায় এই ফিল্মটি রয়েছে।
প্লটঃ অ্যান্ডি দুফ্রেস্নে (টিম রবিন্স),একজন ব্যাঙ্কার। যিনি তার স্ত্রী ও তার প্রেমিক হত্যার দায়ে শশ্যাঙ্ক এর স্টেট প্রিজনে আটক থাকেন। সেখানে তিনি পরিচিত হন স্মাগ্লার মর্গ্যান ফ্রিম্যানের সাথে। প্রিজন সেল থেকে তাদের পালানোর কাহিনী নিয়ে এই ফিল্মটি।
বন্ধুত্ব আর জেল পালানোর কাহিনী হৃদয় ছুয়ে যাবে।
The Shawshank Redemption এর ট্রেইলার
টরেন্ট লিঙ্ক
২. The Great Escape (1963)
স্টারিং-স্টিভ ম্যাকুইন,জেমস গার্নার
আই এমডিবি রেটিংঃ ৮.৩/১০
রোটেন টম্যাটো রেটিংঃ ৯৩%
প্লটঃ ফিল্মটির প্লট দ্বিতীয় বিশ্বযুদ্ধের। কিছু যুদ্ধবন্দীর প্রিজন ব্রেকের কাহিনী নিয়ে এই ফিল্ম। । বহুবার চেষ্টার পর তার গ্রেট এস্ক্যাপ প্ল্যান করে।
ফিল্মটিতে বেশি ভালো লেগেছে যখন কর্নেল লুফথওয়াফে কয়েদিদের বলে "There will be no escapes from this camp."। তখন রামজে তাকে বলে-it's our duty to try to escap.আর ,গেস্টাপো এজেন্ন্টের "GOOD LUCK " বলার পরে ইংরেজি রিপ্লাই করে ধরা খাওয়া । টানটান উত্তেজনা ভরা ফিল্মটি। শেষ পর্যন্ত কি POW রা পারবে তাদের গ্রেট এস্ক্যাপ প্ল্যান সফল করতে? কি আছে তাদের নিয়তিতে?
The Great Escape এর ট্রেইলার
টরেন্ট লিঙ্ক
৩.The Count of Monte Cristo (2002 )
স্টারিংঃজেমস কাভিএজেল,গাই পিয়ার্স
আই এমডিবি রেটিংঃ ৭.৬/১০
রোটেন টম্যাটো রেটিংঃ ৭৩%
আমার পছন্দের ফিল্মগুলোর শর্টলিস্ট করতে বললে এই ফিল্মটি অবশ্যই থাকবে।
প্লটঃএডমন্ড দান্তে,বন্ধুর ষড়যন্ত্রের স্বিকার হয়ে কারাবরন করেন।
এরপ্র তার নতুন করে ফিরে আসা আর প্রতিশোধ নেয়ার কাহিনী নিয়ে রচিত ৯০ শতকের উপন্যাস থেকে নির্মিত চলচ্চিত্র কাউন্ট অফ মন্টে ক্রিস্টো।
The Count of Monte Cristo এর ট্রেইলার
টরেন্ট লিঙ্ক
৪.Never Let Me Go (2010)
স্টারিংঃ ক্যারে মুলিগান, কেইরা নাইটলি
আই এমডিবি রেটিংঃ
রোটেন টম্যাটো রেটিংঃ
নাম শুনে রোমান্টিক ঘরানার মনে হলেও এটি একটি এস্ক্যাপ মুভ্যি। রোমান্টিক ফিল্মের অপর কিঞ্চিত অ্যালার্জি আছে আমার। দেখে নিতে পারেন এই ফিল্মটি ।
Never Let Me Go এর ট্রেইলার
টরেন্ট লিঙ্ক
৫. The 39 Steps (1935)
স্টারিংঃরবার্ট ডোনাট, ম্যাডেলিন ক্যারোল।
আই এমডিবি রেটিংঃ ৭ ৩/১০
রোটেন টম্যাটো রেটিংঃ৯৮%
আলফ্রেড হিচকক এরক্যারিয়ারের প্রথম দিককার ফিল্ম এটি। রিচার্ড হানায় স্পাই আনাবেলা স্মিথকে কে তার অনুসন্ধানে সাহায্য করে। কিন্তু দুর্ভাগ্যবশত আনাবেলা খুন হয় এবং তার দায়ভার পড়ে হানায় এর ঘাড়ে এরপর সে হয় ফেরারি। এখন তার দুটি লক্ষ্য নিজেকে নির্দোস প্রমান করা আর '39 Steps' এর রহস্য উদ্ঘাটন। ফিল্মটির নির্মান আর ডায়ালগ গুলো অসাধারন।
ফিল্মটি দেখতে দেখতে অনেকে নিজেকে আবিষ্কার করতে পারেন হানায় এর মাঝে।
The 39 Steps এর ট্রেইলার
টরেন্ট লিঙ্ক
৬ . Escape from New York (1981 )
স্টারিংঃ কার্ট রাসেল, লি ভ্যান ক্লিফ
আই এমডীবি রেটিংঃ ৭ ২/১০
রোটেন টম্যাটো রেটিংঃ৮৩%
৭০ এর ওয়াটারগেট ক্যালেঙ্কারির রি অ্যাকশন হিসেবে জন কার্পেন্টার এই ফিল্মটির কাহিনি লেখেন। ১৯৮৮ সাল আমেরিকার অপরাধ বৃদ্ধি পেয়েছে ৪০০% এতো অপরাধিদের স্থান করতে গভার্ন্মেন্ট ম্যানহাটন আইল্যান্ডকে ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজনে পরিনত করে।
৯ বছর পর একটি শান্তিচুক্তি সম্মেলনে যাবার সময় আমেরিকার, সোভিয়েত ও চীনা প্রেসিডেন্ট বহনকারী Air Force One বিমানটি হাইজ্যাক করে সন্ত্রাসীরা। ম্যানহাটনের কাছে বিমানটি ক্র্যাশ করে এবং আমেরিকান প্রেসিডেন্ট সেখানথেকে পালান।
সাবেক সেনা সদস্য স্নেক প্লিস্কেন (কার্ট রাসেল)কে ২৪ ঘন্টা সময় দেয়া হয় প্রেসিডেন্টকে উদ্ধার করতে।
Escape from New York এর ট্রেইলার
টরেন্ট লিঙ্ক
৭. Papillon (1973)
স্টারিংঃস্টিভ ম্যাকুইন। ডাস্টিন হফম্যান
আই এমডিবি রেটিংঃ ৮/১০
রোটেন টম্যাটোঃ৯২%
প্যাপিলন আর লুইস দেগা'র বন্ধত্ব আর জেল পালানোর কাহিনি নিয়ে এই ফিল্মিটির কাহিনি।
Papillon এর ট্রেইলার
টরেন্ট লিঙ্ক
৮. Escape from Alcatraz (1979)
স্টারিংঃ ক্লিন্ট ইস্টউড,ফ্রেড ওয়ার্ড
আই এমডিবি রেটিংঃ৭ ৬/১০
রোটেন টম্যাটো রেটিংঃ
ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজন আইল্যান্ড আল্কাত্রায থেকে একমাত্র সফল এস্ক্যাপ এর কাহিনি নিয়ে সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা।
Escape from Alcatraz এর ট্রেইলার
টরেন্ট লিঙ্ক
৯. Le Trou (1960) দ্যা হোল
স্টারিংঃমাইকেল কন্সট্যান্টিন, জ্যা কিরাউডি, ফেলিপ্পে রেও
আই এমডিবি রেটিংঃ৮.১০
রোটেন টম্যাটো রেটিংঃ ১০০%
মার্ক মাইকেল তার স্ত্রীকে হত্যার চেষ্টার দায়ে কারাগারে আটক।
ঘটনাক্রমে তাকে তার সেল থেকে অন্য একটি সেলে ট্রান্সফার করা হয় যেখাঙ্কার কয়েদিরা পালানো প্ল্যান করছিলো। তিনিও তাদের সাথে যুক্ত হন।
Le Trou এর ট্রেইলার
[link|http://thepiratebay.sx/torrent/6178669/Le.Trou.[The.Hole].1960.DVDRip.H264.AAC.Gopo|টরেন্ট লিঙ্ক]
১০. Victory (1981)
স্টারিংঃ মাইকেল কেইন, সিলেভেস্টার স্ট্যালোন, পেলে , ববি মুর
আই এমডিবি রেটিংঃ৬.৪/১০
রোটেন টম্যাটোঃ৬৭%
নাৎসি বাহিনী অধিকৃত প্যারিসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্দীদের সাথে জার্মান জাতীয় ফুটবল দলের একটি ম্যাচ হবে। ফ্রেঞ্চ আর ব্রিটিশ অফিসারেরা এখানে থেকে যুদ্ধবন্দিদের পালানোর পথ করে দেবার কাহিনী নিয়ে হয়েছে এই ফিল্মটি। ফিল্মটিতে চমক হিসেবে আছে ব্রাজিলিয়ান ফুটবল লেজেন্ড পেলে আর ইংলিশ লেজেন্ড ববি মুর।
আর এক ঝাক সাবেক ফুটবলার।
Victory এর ট্রেইলার
[link|http://thepiratebay.sx/torrent/5767292/_Victory_[1981]_John_Huston|টরেন্ট লিঙ্ক]
১১. Midnight Express (1978)
স্টারিংঃ ব্র্যাড ডেভিস, আইরিন মিরাক্ল,পাওলো বোনাচেলি
আই এমডিবি রেটিংঃ ৭.৬/১০
রোটেন টম্যাটো রেটিংঃ ৯৫%
সত্যি ঘটনার ওপর ভিত্তি করে ফিল্মটি বানানো হয়েছে।
বিলি হায়েস একজন আমেরিকান ছাত্র যে তুরস্কে আটক হয় ড্রাগ ডিলিং এর জন্যে এবং কারাবরন করেন।
Midnight Express এর ট্রেইলার
টরেন্ট লিঙ্ক। ফিল্মটির কিছু কিছু জায়গায় তার্কিশ কনভার্সেশন রয়েছে।
কারো সমস্যা হলে সাবটাইটেল ডাউনলোড করে নিতে পারেন
১২. The Running Man (1987)
স্টারিংঃ আর্নল্ড সোয়ার্জনেগার, মারিয়া অলোন্সো
আই এমডিবি রেটিংঃ৬.৬/১০
রোটেন টম্যাটো রেটিংঃ ৬৬%
ফিউচারিস্টিক এস্ক্যাপ মুভ্যি.২০১৭ সালের একটি গেইক শো রানিং ম্যান। যেখানে অপরাধিরা নিজের জীবন বাচাতে লড়াই করে। গেইম শোতে জিতলেই অপরাধিকে মুক্ত করে দেয়া হবে। অনেকটা গ্ল্যাডিয়েটর স্টাইল মুভ্যি।
The Running Man (1987) এর ট্রেইলার
টরেন্ট লিঙ্ক
১৩. Lock Up (1989)
স্টারিংঃ সিলভেস্টার স্ট্যালোন, ডোনাল্ড সাদারল্যান্ড
আই এমডিবি রেটিংঃ ৬/১০
রোটেন টমেটো রেটিংঃ ১৭%
আই এমডিবি রেটিং খারাপ , রোটেন টম্যাটো রেটিং আরো খারাপ তবে সিল্ভেস্টার স্ট্যালোনকে দেখতে হলে এই ফিল্মটি দেখতে হবে
Lock Up এর ট্রেইলারঃ
টরেন্ট লিঙ্ক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।