আমাদের কথা খুঁজে নিন

   

চাপা কান্না

All is Well উদাস কেন গো তুমি কইছোনা কোন কথা? ভেঙ্গেছে কি মন ভেঙ্গেছে হৃদয় পেয়েছো কি কোন ব্যথা? মিষ্টি মুখের ঠোটের কোনে বিলীন হয়েছে হাসি এই মেয়ে! তুমি কষ্ট কি পেয়েছো বেশি? এলোচুল তোমার বাতাসে ওড়ে খেয়াল নেই কেন? বুঝেছি তবে বুঝতেই হবে ব্যাপারটা নয় যে ক্ষীণ। কিশোরী হৃদয় ভেঙ্গেছে বুঝি? তাই তুমি নিশ্চুপ? এই যে মেয়ে! কথা বলছো না যে অভিমান হয়েছে খুব? অভিমানী মেয়ে খুব অভিমান রয়েছো যে চোখ বুজে, অশ্র“ঝরা মুক্তোমালায় বালিশ গিয়েছে ভিজে। কত ডাকাডাকি কত অপেক্ষা কইলোনা কোন কথা নড়ায়ে দেখি লাল লাল কি যে, পড়ে রয়েছে হেথা। চমকে উঠল মন, থেমে গেল চোখ, মুখ হয়ে গেল শক্ত, একি! এ যে অন্য কিছু নয়, মেয়েটির তাজা রক্ত! নিথর দেহ, ঘোলাটে চোখ, নিরব দেহটি শীতল, কেন এ ত্যাগ? কেন এ পরিণাম? কেন এ চোখের জল? এ রকম শত মেয়েরা কেন অকালে হারাবে প্রাণ? বৃথাই যাবে শত শত তরুনীর এই সব বলিদান? হয়েছে সময় রুখে দাড়াবার, করবার প্রতিবাদ, ভেঙ্গে দাও শৃঙ্খল মুছে দাও সব নারীদের অপবাদ। আর একটিও প্রাণ বৃথা যাবেনা এই হোক অঙ্গীকার, পৃথিবীর বুকে সুস্থভাবে বেঁচে থাকা সবারই অধিকার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।