কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি
অনলে পুড়ছে ছাই ,
দগ্ধ কয়লার উপরে এক চেলি শুকনো কাঠে
আগুন ধরেছে।খানিক বাদে নিশ্চিহ্ন হয়ে যাবে
আবার বাতাসের স্পর্শে ঠাঁসা আগুনের উপরে
ভস্মের স্তরে লুকনো তপ্ত লোহিত কষ্টের মত
একবুক জ্বালাময়ী দুঃখ তোমার মনে প্রতিনিয়ত
ক্ষত বিক্ষত করছে,কেড়ে নিচ্ছে মধু রসে ভরা
যৌবনের প্রতিটি প্রণোদন আর কুঁড়িয়ে খাচ্ছে স্বপ্নের
রঙে অংকিত রামধনুর তিনটি মৌলিক রঙ।
বিবর্ণ বাষ্প উড়ে যাচ্ছে আকাশ পানে মেঘ হয়ে
জমতে থাকবে অথবা বৃষ্টি হয়ে শীতল করার ব্যর্থ
চেষ্টা করবে কিন্তু না আবার জ্বলে উঠবে তোমার হৃদয়ের অনল মৃত্যু পর্যন্ত এমনি জীবনচক্রে ক্রমাগত দিন কাটবে।
শুকিয়ে যাচ্ছ তুমি রসে ভরা তুলতুলে গাল ভেঙে গেছে মুখপানে শুধু বিষাদ আর ঘর্ম গ্রন্থির শুষ্ক ছাপ,
ফ্যাকাসে ত্বকের নিঃশব্দে চিৎকার নিস্তব্ধ ত্রিমাত্রিক দেহ অনামিকার বড় নখে ময়লা জন্মে গেছে খেয়াল করনি বলে, চুলে জট বেধেছে আগা ফেটে গেছে কাচি নিয়ে বসনা বুঝি আয়নায়।
রাত জেগে থাকে আর তুমি জেগে থাক নিশ্চুপ চারদিকে দুঃখের তরঙ্গ ছড়িয়ে পড়ে ভোর অবধি বিস্তার বাড়তে বাড়তে; কি হবে এমন করে কি হবে দুঃখ বয়ে নিশিরাতে হারানো দিনগুলোর তৈলচিত্র এঁকে এঁকে সুখের অপেক্ষায়।
জানি ভালো লাগছেনা আর পৃথিবী ছাড়তে মন চায় তোমার পারিপার্শ্বিক শর্ত ভাঙার সাহস নাই হয়তো তাই ঘরকুনো
হয়ে পড়ে থাকো সারাটি বেলা। অপেক্ষায় থাকো নতুন
কোন দিনের ঝিলমিল আলোর স্পর্শে হারানো স্মৃতির
বিকল্প পথে,যাতে সুখ এসে হানা দিবে দুঃখের ঘরে।
[রাসেল হোসেন, ২৪-১১-১৩]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।