ছয় ঋতুর এই দেশে এখন চলছে ভিষন শৈত্য প্রবাহ, আর এরই মাঝে গড়ে উঠছে নতুন সব গল্প (আসলে বাস্তব)। যেমন : সেদিন অফিস থেকে বাসায় যাবার পথে ( তখন রাত ৮.৩৫ মিনিটি) গাড়ি যখন ঐতিহ্যবাহী জ্যামে আটকা পড়লো তখন চোখ পড়লো একজন মা ও এক শিশুর ওপর। ওরা দুজনই শীতের কারনে ঝড়সড় হয়ে বসে আছে। মায়ের পরনে একটি শাড়ি তাও অনেক জায়গায় ছেড়া, আর ছেলেটার পরনে শুধুমাত্র একটি গেঞ্জি ও হাফ পেন্ট। ভাবুনতো এই অবস্তায় আপনার অবস্তা কেমন হবে। তাই ওদের এই মহা বিপদে ওদের পাশে দাড়ানো একজন বাঙ্গালী হিসেব আমি মনে করি আমাদের নৈতিক দায়িত্ব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।