পরে বলব তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারবনা? এটি কন্ঠশিল্পী আসিফ আকবরের একটি গানের কলি, অপূর্ব কিছুদিন আগে জীবনের নতুন ইনিংস শুরু করেছিলেন। আর তাই এবার প্রভা ও তার জীবনের নতুন ইনিংস শুরু করেছেন মাহমুদ শান্ত নামের এই ছেলেটির সঙ্গে। জীবন আসলেই বহতা নদী, কারো জন্য কারো জীবন থেমে থাকে না। আমাদের প্রত্যাশা প্রভার এই ইনিংস ৫ দিনের টেস্ট ম্যাচের মত বাংলাদেশের সোনার ছেলেদের মত যেন দুমড়ে মুচড়ে না যায়। প্রভা ও মাহমুদ শান্ত, প্লিজ তোমরা টি টোয়েন্টির মত ব্যাট চালিয়ে আউট হয়ে যেও না। ধৈর্য ধরে ক্রিজে পড়ে থাকো, একদিন তোমাদের ঘরে ওয়া....ওয়া ...জাতীয় একটা কিছূ আসবেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।