আমি শিক্ষানবীশ এবং কর্মী । সবার কাছ থেকেই শিখছি । সারা জীবনই হয়ত শিখে যাব। কর্মসূচী: রংপুর তারুণ্য চত্বরে জামাত-শিবির নিষিদ্ধের দাবিতে প্রতীকি অনশন।
ঢাকার গণজাগরণ মঞ্চের ২১ ফেব্রুয়ারীর মহাসমাবেশ থেকে যুদ্ধাপরাধী দল হিসেবে জামাত-শিবিরের নিষিদ্ধের আইনি প্রক্রিয়া শুরু করার জন্য ২৬ মার্চ পর্যন্ত যে আল্টিমেটাম দেওয়া হয়েছিলো, সরকার সেটি না মানায়, এবং এখন পর্যন্ত এ ব্যাপারে কোন কার্যকরী পদক্ষেপ না নেওয়ায়, ঢাকায় শহীদ রুমী স্কোয়াড এর সাত তরুণ একটি অনশন কর্মসূচীর সূচনা করেন ।
তা...দের এই অনশন কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ করে জামাত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণার দাবীতে রংপুর তারুণ্য চত্বরে কাল ৩১ মার্চ রবিবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সংহতি অনশন কর্মসূচী পালিত হতে যাচ্ছে।
এই কর্মসূচীতে দেশের সকল মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, পেশাজীবী, সকল ছাত্র-ছাত্রী এবং সর্বস্তরের মানুষকে – যারা মনে করেন যুদ্ধাপরাধীদের সংগঠন জামাত-শিবির নিষিদ্ধ করা প্রয়োজন, প্রতিরোধ করা প্রয়োজন, তাদের এখানে এসে সংহতি জানানোর জন্য আহ্বান করা হচ্ছে। এছাড়াও যারা এই কর্মসূচীতে সশরীরে অংশগ্রহণ করতে চান তাদেরকে রংপুরের শহীদ রুমী স্কোয়াডের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো যাচ্ছে।
স্কোয়াডের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হচ্ছে, নির্দলীয় গণমঞ্চের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সমর্থন দলটির আছে। আর তাই, প্রতীকী অনশনের যে কর্মসূচী দলটির পক্ষ থেকে পালন করা হচ্ছে, সেটি নির্দলীয় গণমঞ্চের কর্মসূচীগুলোর সম্পূরক, সেটিও জানানো হচ্ছে স্পষ্টভাবে।
কোনভাবেই তাই এই কর্মসূচী বা এই সংগঠনকে নির্দলীয় গণমঞ্চের থেকে আলাদা কোন প্ল্যাটফর্ম হিসেবে না দেখার জন্য স্পষ্টভাবে জানানো হচ্ছে।
যুদ্ধাপরাধী সংগঠন এবং তাদের সহযোগী হিসেবে জামাত-শিবিরের রাজনীতি স্বাধীন বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা জানি, সরকারের সদিচ্ছা থাকলে সেটি যে কোন মুহুর্তে, যে কোন উপায়েই সম্ভব। আর তাই আমাদের এই প্রাণের দাবীর পক্ষে আমাদের অবস্থান অনড়, এবং এরই পরিপ্রেক্ষিতে অহিংস উপায়ে প্রতিবাদের ভাষা হিসেবে আমরা বেছে নিয়েছি অনশনকেই। আমাদের আশা এতে সবার সমর্থন আমরা পাবোই।
শহীদ রুমী স্কোয়াড, রংপুর । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।