আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের নারী নির্যাতনের যেকোনো ঘঠনা জানান “বিজয়া”তে

আমি বড় মাপের পাগল । বিজয়ার উদ্দেশ্য বাংলাদেশের সাধারণ মানুষ এবং সহজলভ্য তথ্যপ্রযুক্তির সমন্বয় ঘটিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা, এধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধ করা এবং বাংলাদেশে সংবেদনশীল এলাকা গুলোকে চিহ্নিত করা যেখানে নারীদের বিরুদ্ধে অপরাধ বেড়েই চলেছে। বিজয়া ক্রাউডম্যাপ কি? বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী ২০১১ সালের প্রথম ছয় মাসে পুলিশের কাছে অভিযুক্ত অপরাধগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে নারী নির্যাতন। সর্বমোট ৭২৮৫ টি অভিযোগের মধ্যে ১৫৮৬ টি ছিল ধর্ষণ মামলা। বিজয়া ক্রাউডম্যাপ ইন্টারনেট ভিত্তিক একটি প্রয়াস যেখানে বাংলাদেশে নারীদের বিরুদ্ধে ঘটিত যেকোনো প্রকার ঘটনা এসএমএস, ইমেল, টুইট এবং ওয়েব এর মাধ্যমে রিপোর্ট করা যাবে সহজেই।

বিজয়া মানে কি? বিজয়া মানে জয়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের। যৌতুক, ধর্ষণ, হয়রানি, ফতওা, ইভ টিজিং, এসিড নিক্ষেপ সহ সকল প্রকার সামাজিক ব্যাধির বিরুদ্ধে জয় হোক বাংলাদেশের নারীদের। বাংলাদেশের বিজয় দিবস ১৬ই ডিসেম্বর ২০১১ তে বিজয়া ক্রাউডম্যাপের যাত্রা শুরু হয়। বিজয়া ক্রাউডম্যাপের উদ্দেশ্য কি? –সাধারণ মানুষ যেন সহজ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে নারীদের বিরুদ্ধে ঘটিত যেকোনো প্রকার ঘটনা সহজে রিপোর্ট করতে পারে। –যেন আমরা বাংলাদেশে সকল সংবেদনশীল এলাকা গুলোকে চিহ্নিত করতে পারি যেখানে নারীদের বিরুদ্ধে ঘটিত অপরাধ বেড়েই চলেছে।

–যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ম্যাপের উপর ভিত্তি করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের বিরুদ্ধে ঘটিত যাবতীয় অপরাধগুলো প্রতিরোধ করতে পারেন। –যেন বাংলাদেশী বেসরকারি নারী উন্নয়ন সংস্থা গুলো নারী উন্নয়ন প্রকল্পে এই ম্যাপ ব্যবহার করতে পারে। HOW TO REPORT By sending a message to 01751998817 By sending an email to By sending a tweet with the hashtag/s #bijoya By filling up the web form at http://bijoya.crowdmap.com/ Email Phone 01751998817 Website http://bijoya.crowdmap.com পূর্বে প্রকাশিত: মুক্তমঞ্চ ব্লগ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.