আত্মনির্ভরশীল,দুর্নীতি-স্বজনপ্রীতি মুক্ত একটি শিল্পোন্নত আধুনিক সুশিক্ষিত বাংলাদেশ আমরা তরুনরাই গড়ে তুলতে পারি।আর সে জন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। আমাদের সঙ্গে ছিল যারা স্বর্গবাসী, তৈরী করলো তারা আরেকটি নির্বাচিত নরক। এখন প্রয়োজন কেবল একটি দৈব দৃষ্টি, জেনে রেখো,আমরা এখনো হিংস্র সাক্ষী,তবুও আমাদের মরণ ক্ষণ গুনছে একটা ফাটা বালিঘড়ি; যুদ্ধ,অদিতি, ক্রোধ -শীঘ্রই হবে একাকার। এটা কেবলই একটা মুহূর্ত খারাপ থাকার ব্যাপার, প্রতিটি ভোর অনন্য অভিশাপ,আর প্রতি শ্বাস একেকটি ধারালো ফলক; পিছনে কি জাগিয়ে এরা শান্তিতে রবে? একটি অসুস্থ বাতাস পেরিয়ে গেছে এই পথ। খামটার প্রান্ত ছিল পোড়া, ধৈর্য এবং আমার প্রতিহিংসা, মোমের ডানায় ভর করে চলা ক্রীতদাসের কাল চোখে তাকিয়ে নিজেকে তুচ্ছ মনে হয়। ডানায় ভর করে আসে ভয় এবং মৃত্যু; নিজেকে ভেবনা তুচ্ছ,লজ্জা পেওনা, অনাগত অন্ধত্বের ভয়ে ভীত,তোমাদের বিশ্বাস আজ চ্যুত।পোড়া ছাইয়ের ভেতর থেকে আরেক বার বাড়ি ফেরার তাড়ায় ফিনিক্স কি মেলবে ডানা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।