প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ........................................................................
তুমি বলেছিলে : আমাকে ছাড়া বাঁচবেই না,
অথচ বেঁচে আছো, ভালো আছো।
অধ্যাপনায় তুখোর শিক্ষক এখন, আলিশান ফ্লাটের মালিক
তরতাজা চারটি সন্তান জন্মালে
প্রায় নিত্য শর্পিং করো,
আমারী শোরুমে আসো, বলো ' কুদ্দুস মিয়া কেমন চলছে ব্যবসা'
পাশের ভদ্রলোকটি বলে, চেনোনা নাকি তমালিকা ?
তুমি বলো, ওরা আমাদের খামারে কাজ করতো
অথচ তোমার খামারে যে আমি একজন কঠিনকৃষক ছিলাম
সে কথা ভুলেও মনে করলে না
একটিবারের জন্য, তোমার চৈত্রের ফাটা জমিতে আমি জল দিয়েছিলাম।
২৩.০৭.২০১৩ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।