আমাদের কথা খুঁজে নিন

   

যেখানে পথ নাই নাইরে, সেখানে অকারণে যাই ছুটে....ব্রুকলীন কলেজ + গ্র্যান্ড সেন্ট্রাল + টাইম স্কয়্যার

YOU'RE LOOKING AT ME BUT I'M LOOKING THROUGH YOU আগের দিন আমার কাজিন ম্যাসেজ দিল, ব্রুকলীন কলেজে যাব কি না। আমি বললাম, 'ওপেন হাউজ' দিলে যাব। ও বলল, 'ওপেন হাউজ' না, এমনি যাই। আমিও রাজী। গতকাল দুপুর ১২ টায় স্টেশানে অপেক্ষা করছি, আধা ঘন্টা পর ও আসল।

তারপর রওনা দিলাম। ছবি- ১) ফ্ল্যাটবুশ, ব্রুকলীন। ভাল লাগেনি জায়গাটা। যারা ব্রুকলীনে থাকেন, তারা মাইন্ড করবেন না ২) রাস্তায় কন্সট্রাকশন চলছে। সেসব পেরিয়ে, ওলি গলি দিয়ে এসে পৌঁছালাম ৩) ভেবেছিলাম গতবার সিটি কলেজের মত এবারও হয় উইদাউট পারমিশান ঢুকতে পারব।

কিন্তু ঢুকতে দেয় না। পাস আনতে হবে। 'ওয়েলকাম সেন্টার' এ যাওয়ার পর ওখান থেকে বলল, ওদের নিজস্ব গাইডের সাথে যেতে হবে। সেটার জন্য ওয়েট করতে হবে। ভাবলাম, ওয়েট করতে পারব না।

'এডমিশান সেন্টার'এ গিয়ে এডমিশানের কথা বার্তা বলে ব্যাক করছি। ৪) ফাইভ ট্রেইন টু গ্র্যান্ড সেন্ট্রাল। অ্যাট গ্র্যান্ড সেন্ট্রাল সাবওয়ে। ৫) স্টেশান থেকে বের হইনি। শাটল ট্রেইন টু টাইম স্কয়্যার।

অ্যাট টাইম স্কয়্যার সাবওয়ে। ৬) আউট অব দা সাবওয়ে। ৭) দা সিটি দ্যাট নেভার স্লিপস। ৮) ব্যাটম্যান। ৯) লেডি লিবার্টি।

১০) অসাম ক্রিয়েটিভিটি। ১১) একজন ২০ ডলার দিয়ে কিনেছে এটা। ১২) এনাদার ক্রিয়েটিভিটি। ১৩) চকলেট ওয়ার্ল্ড ভিতরে যাওয়ার পরে একটা ফ্রি চকলেট দিয়ে ওয়েলকাম করেছে ১৪) স্কাইস্ক্র্যাপারস। ১৫) উপরে যে জায়গাটা দেখা যাচ্ছে, সেখানে মানুষ দাঁড়িয়ে থাকে, সামনে একটা স্ক্রিন আছে সেখানে তাদের ছবি দেখা যায়।

১৬) স্ক্রিন। ১৭) আ স্ট্রাকচার। ১৮) স্কাইস্ক্র্যাপারস। ১৯) রিকশা। ২০) রিকশা।

২১) ডিজনী স্টোর। ২২) ডলস। ২৩) কারস। ২৪) ২৫) টয়েসরাস স্টোর। ২৬) স্পাইডারম্যান।

২৭) স্ট্যাচু অব লিবার্টি। ২৮) জুরাসিক পার্ক। ২৯) সুপারম্যান। ৩০) উপর থেকে। ৩১) উপর থেকে।

৩২) গেমস। ৩৩) অসাম মিউজিক। ৩৪) বাসায় ফিরে যাচ্ছি। এগেইন অ্যাট গ্র্যান্ড সেন্ট্রাল সাবওয়ে। পোষ্ট দেখার জন্য সবাইকে ধন্যবাদ।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.