কেউ একজন ধরেছিল আমার হাত
আমি তার হাত ধরে রাখতে পারিনি ,
কেন আকাশের সব মেঘ বৃষ্টি হয়না
আমি তা এখনও বুঝতে পারিনি ।
কোন সুন্দরতম রাত এখন আর অপেক্ষায় থাকেনা আমার ,
কোন নিয়ন আলোর রাতে শহরে ভেজা হয়না
জোছনার আলোয় ,
তবু আমি জেগে থাকি,
নিজের চোখে দেখি অন্যের হাতড়ে বেড়ানো সুখ ।
আমি হাসতে শিখি অসীম শুন্যতার মাঝেও
যে মুখ দেখে,
সেও কাঁদিয়ে চলে যায় শুন্যতায় ;
তবুও আমি বেঁচে থাকি
অসীম শুন্যতার মাঝে আরও শুন্য হতে ।
এরপরও সময় যায়
একটা পিনপতন নীরবতাও অনেক লাগে বুকে ,
তবুও আমি জেগে থাকি –
যেখানে কোথাও কেউ নেই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।