আমাদের কথা খুঁজে নিন

   

যেখানে দু:খ ছিল না!

এ ভাবেই দিন চলে যায়...

হাতে হাত রাখলাম দু:খ পেলাম, চোখের গভীরতা চুলের গন্ধ, নি:শ্বাসের প্রসারতা, ত্বককে ব্যবচ্ছেদ করলাম ত্বক দিয়ে, পেলাম দীর্ঘ এক দু:খ; দু:খই পেলাম শুধু। ... এবং আলতো করে ঠোট দিয়ে ঠোট ছোয়ালাম বুকের খাদে বুক, আলিনগনে জড়ালাম দুজন দুজনকে সুদৃড় কিছুক্ষন; তার পর অনিন্দ্য অন্ত:সলিলা পেলাম দীর্ঘ একটা কিছু আমি নিশ্চিত যেখানে দু:খ নামক কিছুই ছিল না। [কবিতাটি লিখেছিলাম ১৯৯০ সালে এবং একজন ভালো কবিতা সমালোচককে দেখিয়েছিলাম। খুশি হননি। বলেছিলেন আমাকে দেখলে নাকি অতটা বাজে মনে হ্য় না।]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.