কি যে লিখি ছাই মাথা ও মুন্ডু আমিই কি বুঝি তার কিছু
পূনপোস্টঃ
সামাজিক যোগাযোগ রক্ষা করতে ইদানীং নানারকম সামাজিক যোগযোগের সাইট ব্যবহার করা হয়। আর তাই সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট যেমন : ফেসবুক, টুইটার, মাইস্পেস এগুলোর কদর দিন দিন বেড়েই চলেছে।
এর ভেতর সবচাইতে ফেসবুকের ব্যাবহারকারী বেশি, কেমন বেশি মার্কজুকার এর মতে তা ২৫০ মিলিয়ন । এই অবস্থা যেখানে সেখানে বাংলাদেশের আওয়াজ , মাইলিমেক্স , নগরবালক আর ও অনেক নাম এই মসয় মনে আসছেনা এই সব সোসাল সাইট চোখে পড়বে কেমন করে তার পর ও পোস্টটা দিলাম কারণ দেশের জন্য কোথায় যেন একটু ব্যাথা অনুভূত হয়। বিচার বিবেচনা আপনাদের কাছে। আপনাদের মূল্যবান সময় ব্যায় করে সাইট গুলো দেখে বন্তব্য করুন দয়া করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।