থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। আমি অনেক তথ্য ঘেঁটে একটা পোস্ট দিয়েছিলাম পরথুম আলু-র "তিনটি কয়লাভিত্তিক, একটি সৌরশক্তিরঃ চারটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি " রিপোর্টটিতে। দুঃখের বিষয় হৈল তারা আমার পোস্টটা ছাড়ে নাই, চেপে ধরে আছে। এখন ঘড়ির দিকে এট্টু চাইয়া দেখেন কয়ডা বাজে?? মনেকয় আমি যা লিখছি তা তারা বাজাইয়া দেখতাসে। কেননা ঐ সব বিদ্যুৎ কেন্দ্রের মালিকগুলানের কাছ থেইকা তো পারসোনা স্টাইলে চুষবো। আমার পরে পোস্ট দিসে একজন, তারটা ওয়েবে দিসে! কমেন্ট লেখা ঐ ছবিটা দেখলেই বুঝবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।