আমাদের কথা খুঁজে নিন

   

সামুর লেখক ও পাঠকদের লেখা/মন্তব্য থেকে অশ্লীল শব্দ ও অশালীন মন্তব্য অপনোদন করার আবেন

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি

২৭ ফেব্রুয়ারী'১১ বরাবর, সম্পাদক/মডারেটর, সামহোয়্যার ইন ব্লগ ঢাকা বিষয়ঃ সামুর লেখক ও পাঠকদের মন্তব্য থেকে অশ্লীল শব্দ ও অশালীন মন্তব্য অপনোদন করার আবেন জনাব, আমি সামুর একজন নবীন ব্লগার। বিগত ৬ মাস এক শপ্তাহ যাবৎ আমি সামুতে আছি এবং এ যাবৎ ১৩৪টি পোস্ট দিয়েছি। আমার পোস্ট যে উন্নত মানের তা বলার ধৃষ্টতা আমার নাই তবে সামুর বিজ্ঞ পাঠকরা ২৬,৩১৭ বার পোস্টগুলি দেখেছেন এবং অনুপ্রাণিত করার মতো অনেক মন্তব্য করেছেন। যার কারণে উৎসাহিত হই ব্লগ লেখার জন্য। কিন্তু অতিব দুঃখের বিষয় ইদানিং কিছু কিছু ব্লগারের অশালীন মন্তব্য ও কিছু অশ্লীল শব্দ আমাকে মর্মাহত ও বিব্রত করে।

আমার বিশ্বাস সামুর সম্মনিত সম্পদক ও মডারেটরগণ প্রতি নিয়ত তা অবলোকন ও পর্যবেক্ষণ করেন। সকল লেখক ও পাঠকের স্বাধীন মত প্রকাশ করার এবং দ্বিমত পোষণ করার অধিকার রয়েছে তবে তা শালীন ভাষায় ও অশ্লীল শব্দ ব্যতিরেকে করা সম্ভব বলে আমার বিশ্বাস। আর ১ দিন পরে আমাদের গর্বের ও স্বর্ণোজ্জল গৌরবের ভাষার মাস শেষ হেয়ে যাবে। আমাদের ভাষার মাসের শিক্ষা যাতে আমাদের পরবর্তী জীবনে প্রতিফলন ঘটাতে পারি এবং সামুকে অশ্লীলতা মুক্ত রাখতে পারি সে জন্য সামুর ব্লগারদের লেখা ও পাঠকের মন্তব্য হতে অশ্লীল শব্দ ও অশালীন বাক্য অপনোদনের জন্য আবেদন করছি। আশা করি এই সুভ উদ্দ্যোগ সামুকে সকলের কাছে আরো জনপ্রিয় করে তুলবে।

বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করলে বাধিত হবো। বিনীত (জারনো)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.