আমাদের কথা খুঁজে নিন

   

একটি ছোট কথোপকথন এবং কিছু কথা ... (মন্তব্য করতে হলে ভালমত পড়ে বুঝে মন্তব্য করুন)

মানুষ আমি আমার কেন পাখির মত মন...........।

আজকে খেলা দেখার জন্য টিএসসি তে গিয়েছিলাম। অনেক মানুষকে দেখলাম পাকিস্তানের পতাকা গায়ে জড়িয়ে, কপালের ব্যান্ডে "পাকি" লেখা সহ উল্লাস করতে। এক পাকিস্তানি পতাকা বিক্রেতা কে কাছে ডেকে কিছু কথা জিজ্ঞেস করলাম... ঃ আপনে কি '৭১ এর মুক্তিযুদ্ধ সম্পর্কে জানেন? বিক্রেতাঃ হ জানি। ঃ তাইলে আপনে এই যে পাকিস্তানের পতাকা বাংলাদেশে বিক্রি করতাসেন, আপনার লজ্জা লাগেনা? বিক্রেতাঃ লজ্জা দিয়া কি হইব? এখন চলতাসে, তাই বেচি।

প্যাট চালানো দিয়া কথা। (হাসির সাথে) ...ঃ আপনার বাপ-মা অথবা নিকট আত্মীয় কেউ মুক্তিযুদ্ধে মারা গেলে আপনে কি এমন হাইসা কথাগুলা বলতে পারতেন? *বিক্রেতা কিছু না বলে চলে গেল। আমি তাকিয়ে রইলাম তার দিকে আর মনে মনে বললাম (যার যায় সেই বুঝে) কি পরিমাণ চশমখোর জাতিতে পরিণত হয়েছি আমরা যে পাকিস্তানের পতাকা গায়ে জড়িয়ে উল্লাস করি! কি পরিমাণ নির্লজ্জ আমরা যে গালে, কপালে পাকিস্তানের পতাকা আকিয়ে ঘুরে বেরাই এই সার্বভৌম বাংলাদেশে! কতটুকু বিশ্বাসঘাতক আমরা, পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দেই! যখন কেউ বলে, খেলা আর রাজনীতিকে এক দৃষ্টিতে না দেখতে তখন মনে হয় তাকে ঘুরিয়ে একটা চটকানা মারি আর বলি, আরে, তুই কি খেলার জন্য আমাদের শিকড় কে ভুলে যাবি? তোর কাছে খেলা বড় নাকি দেশ বড়? কেউ কেউ আবার বলে, মাত্র ১১ জনের সাথে সমগ্র জাতির তুলনা না করতে। তখন বলতে ইচ্ছা করে, যখন বাংলাদেশ খেলে তখন তোদের মত জাতবেহাইয়াগুলো কেন বলে যে, আমরা ১৬ কোটি মানুষ আমাদের ক্রিকেট দলের সাথে, আমাদের অনুভূতিগুলো অদের খেলার সাথে মিশে আছে? ইচ্ছা করে আবারও রেসকোর্স ময়দানে দাড়িয়ে ঘোষণা দেই, "যার যা কিছু আছে তাই নিয়ে ঝাপিয়ে পড় এই ধরণের কুলাঙ্গারদের বিপক্ষে। " কি, পাবোনা কারো সমর্থন? কোন পাকিপ্রেমিকে এই পোস্টে মন্তব্য না করার অনুরোধ করছি।

ওই ধরণের কারো মন্তব্য দেখলে আমার নিজের মুখের ভাষা সংযত রাখা হয়তবা কঠিন হয়ে পড়বে ব্যান হওয়ার সম্ভাবনা থাকা সত্তেও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.