আমাদের কথা খুঁজে নিন

   

মন্তব্য অব দি ডে --- আজকের সেরা মন্তব্য



অমনিবাস বলেছেন : ২০০৭-০৬-২৫ ১৬:১৪:৪৫ তীরুদা। রাগ ইমনের সমস্যা আছে। সমস্যা হইল হঠাত কইরা সে তার লিঙ্গনির্বিশেষ ব্লগার পরিচিতিটারে সরাইয়া নারী হইতে চাইছে। ছাগু সুযোগ নিছে সেইটা। এবং বিতর্কে পুরান ফরমেট থাইকা বাইর হইতে পারে নাই।

তার বিপন্ন অবস্থার জন্য সে নিজে দায়ী। দায়টা গোটা নারী সমাজের উপর না চাপানোই ভালো। একটা উদাহরণ দিই। ধরেন এক মহিলা তার চেয়ে ৫ বছর কমবয়সী একজনরে ভালোবাসার প্রস্তাব দিছে। তখন তার যুক্তি ভালোবাসার আবার বয়স কী।

একই মহিলা যদি অল্পবয়সী কারো লগে তর্ক লাইগা তার বড় বোন সাজতে চায়, সেইটা ভন্ডামী- এটিচুডের ভন্ডামী। (এইটা রাগ ইমন না, এমনি উদাহরণ)। এখন রাগুর সমস্যা হইল বিপন্ন হইলে সে আচমকা নিজেরে মা-বোনদের কাতারে ঠেইলা দেয়। অন্যসময় সে যখন ফাইট করে, তর্ক করে তখন তার নারী পরিচয়টা একদমই থাকেনা। সে তখন একজন ব্যক্তিত্ববান (কিঙবা হীন) মানুষ থাকে।

এই রকম শক্তিশালী একটা অস্ত্র ফ্যালাইয়া দুর্বলতম হইতে গেলে তো সমস্যা। এইটারেভি আমি ভন্ডামী কমু- অ্যাটিচুডের ভন্ডামী। ল্যাখা ভালো হইছে, ৫। পাওয়া যাবে এখানে : Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.