আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াতের ইন্ধনেই সহিংসতার ছক তৈরি হয়

নিজস্ব প্রতিবেদক: রোববার রাজধানীসহ বেশ কয়েকটি জেলায় বোমাবাজি, অগ্নিসংযোগ এবং চোরাগোপ্তা হামলার ঘটনায় বিএনপি ও জামায়াতের ৩০ কেন্দ্রীয় ও মহানগর নেতাকে ধরতে পুলিশ ও র‌্যাবের জোরদার অভিযান চলছে। তাদের পাশাপাশি বোমাবাজির সঙ্গে জড়িত শতাধিক বোমাবাজকে ধরতেও অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। খোঁজখবর নেওয়া হচ্ছে বোমাবাজিতে ব্যবহূত বিস্ফোরকদ্রব্যের উৎস সম্পর্কেও। রোববারের সহিংশতায় বিএনপিকে পেছন থেকে জামায়াত নেতারা ইন্ধন দিয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ ও গোয়েন্দারা। হামলাকারীদের বলা হয়েছিল চোরাগোপ্তা হামলায় র‌্যাব ও পুলিশকে টার্গেট করতে।

রোববারের ঘটনায় যেসব নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে বিএনপি-জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাদের নাম। পুলিশ ও গোয়েন্দারা জানতে পেরেছে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের আড়ালে যে অতর্কিত চোরাগোপ্তা হামলা হবে তার আগাম তথ্য বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারক পর্যায়ের নেতাদের একটা বড় অংশেরই জানা ছিল না। এই চোরাগোপ্তা হামলার নীল নকশার খবর সম্পর্কে গুটি কয়েক নেতা অবহিত ছিলেন। ঢাকায় চোরাগোপ্তা হামলায় পুলিশ ও গোয়েন্দাদের প্রথম সন্দেহের তালিকায় আছেন ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এরপরই রয়েছেন ছাত্রদল, যুবদল এবং বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বেশ কয়েকজন নেতা।

তাদের ধরতে একদিকে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, অন্যদিকে গ্রেপ্তার এড়াতে দফায় দফায় আস্তানা বদল করছেন তারা। গতকাল পর্যন্ত পুলিশ ও র‌্যাব রোববার সহিংসতার পরিকল্পনাকারীদের কাউকে ধরতে পারেনি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.