গেরিলা কথাবার্তা ২০. ১২.২০১১
সাইবার আইনের জন্য এডভোকেসি হচ্ছে প্রচুর। দুর্ভাগ্যজন হলো সরকারের চেয়েও, এই এডভোকেসিতে কয়েকটি ব্লগ কর্তৃপক্ষ’র অতিরিক্ত আগ্রহ। ধরণটা হলো, গরু নিজের মুখেই মুখবন্ধনী লাগানোর জন্য মালকিনকে প্ররোচিত করছে। এইটা অদ্ভূত ইচ্ছা, যার স্রেফ ফ্রয়েডীয় ব্যাখ্যা হওয়া সম্ভব।
১৯.১২.২০১১
ডিজিএফআই’র এক কর্মকর্তার সাথে হঠাৎ পরিচয় হলো।
কথা প্রসঙ্গে জানালেন, হত্যা-গুম এইসব নিয়ে অন্য দেশবাসীর মত তিনিও উদ্বিগ্ন। তিনি চট্টগ্রাম ক্লাবের পাশের জঙ্গলে এক ছাত্রের মাথা কাটা লাশ পাওয়া যাওয়ার কথা বললেন। এইটা কিছুক্ষণ আগের খবর। আমি তাকে শাদা পোষাকে গ্রেফতার নিষিদ্ধ করার জন্য হাইকোর্টে রীট করার আগ্রহের কথা জানালাম। আমার আগ্রহের কথা শুনে তিনি আমার বিস্তারিত পরিচয়, ফোন নম্বর এবং বাসার ঠিকানা নিলেন।
কেন, কী জানি!
১৭.১২.২০১১
শাদা পোষাক প্রতিহত করুন। শাদা পোষাকের পরিচয়দানকারীদের জনতা ও পোষাকধারীদের হাতে তুলে দিন। শাদা পোষাকের কোন বাহিনী চাই না। শাদা পোষাক নিপাত যাক।
১৬.১২.২০১১
ভেরি ইন্টারেস্টিং।
জামাত নেতা গোলাম আযম কথা বলা শুরু করেছেন। চল্লিশ বছর এই দলটি এবং এর পাণ্ডারা আমাদেরকে অন্ধকারে রেখেছে। আওয়ামী লীগের মতন। জামাত নিরব থেকে, পাশ কাটিয়ে, বিপরীতে আওয়ামীলীগ সরব থেকে, বাখোয়াজ করে ইতিহাসকে নিজের পক্ষের হাতিয়ার হিশেবে ব্যবহার করেছে। এদের উভয়ই ধুরন্ধর।
মনে রাখতে হবে, দালালী ও নিপীড়ক ভূমিকা কখনোই রাজনৈতিক সিদ্ধান্ত হিশেবে পার পেতে পারে না। আবার, স্রেফ মুক্তিযুদ্ধের পক্ষে হওয়ার কারণেই কারো নিপীড়ণ বৈধতা পেতে পারে না। জনগণ উভয়েরই বিচার করবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।